জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) সঙ্গে বাংলাদেশী অভিনেত্রী- গায়িকা রাফিয়াত রশিদ মিথিলার (Rafiath Rashid Mithila) দাম্পত্যের চিড় কি সত্যিই অনেক বড় ফাটলে পরিণত হয়েছে? বিয়ের পর থেকেই দুজনের ‘সুখের সংসার’ নিয়ে চর্চা ছিল, তবে এখন একে অন্যের জীবনে ‘প্রাক্তন’ হয়ে গেছেন কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী মিথিলার মন্তব্যে আগুনে যেন ঘি পড়েছে। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, পরিচালক আর অভিনেত্রীর বিবাহিত সম্পর্কটা রয়ে গেছে শুধু কাগজে-কলমেই। দুজনেই নিজেদের মতো করে এগিয়ে যেতে শুরু করে দিয়েছেন।

সৃজিতের সঙ্গে মিথিলার একসঙ্গে না থাকাকে তারকা দম্পতি দুজনে কাজের ব্যস্ততা এবং পারিপার্শ্বিকতার মোড়ক দিয়ে ঢেকে রাখার চেষ্টা করলেও, সত্যিটা যে চাপা থাকবে না সে তো জানাই ছিল। সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন মিথিলা। তিনি জানিয়েছেন, ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখনও পর্যন্ত কলকাতায় আসেননি তিনি। কারণ হিসেবে প্রাথমিকভাবে ভিসা সমস্যার কথা উল্লেখ করেছেন অভিনেত্রী। কিন্তু এরপরে পডকাস্টের সঞ্চালক মুখোপাধ্যায় মশাইয়ের সঙ্গে তাঁর দাম্পত্যের সমীকরণ নিয়ে জানতে চান। বিচ্ছেদের গুঞ্জন প্রসঙ্গে খানিকটা ধোঁয়াশা রেখে মিথিলা বলেন, ‘যে যা বলছে বা ভাবছে সেটা তাঁরা বলতেই পারেন। এই নিয়ে আমি কিছু বলব না।’ কিন্তু সৃজিত যেভাবে ‘কাছের বন্ধু’ অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের (Susmita Chatterjee) সঙ্গে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন তাতে দুজনের কাছাকাছি আসা কি নজরে পড়ছে না পরিচালক পত্নীর? এই প্রশ্নে অবশ্য অভিনেত্রী মন্তব্য করতে চাননি।
তবে ‘কিলবিল সোসাইটি’র পরিচালক এখনও তাঁর স্বামী কিনা বা দুজনের সম্পর্কে ‘প্রাক্তন’ তকমা জুড়েছে কিনা এমন প্রশ্ন আসতেই মিথিলার সটান জবাব, পাসপোর্টে হাজবেন্ডের জায়গায় সৃজিতের নাম রয়েছে। এরপরই বাড়ছে জল্পনা। সম্পর্ক কি তাহলে শুধুই কাগজে-কলমে? উত্তর মেলেনি।

–

–

–

–

–

–

–

–