Tuesday, November 18, 2025

জল ছেড়েছে ডিভিসি: প্রস্তুতি রাজ্য প্রশাসনের, বৈঠকে মুখ্যসচিব

Date:

উৎসবের মরশুম শেষ হওয়ার আগেই বাংলাকে বানভাসি করার চেষ্টায় কেন্দ্রের সরকার। ডিভিসির (DVC) অনিয়ন্ত্রিত জল ছাড়ায় প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি রাজ্য প্রশাসন প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের মানুষকে শীতের শুরুর আগে ‘ম্যান মেড ডিজাস্টার’ থেকে রক্ষা করার জন্য।

শুক্রবার সন্ধ্যায় মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant) নবান্ন থেকে রাজ্যের সব জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে তিনি পর্যাপ্ত ত্রাণ মজুত রাখা, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা, নদীগুলির জলস্তর নিয়মিত পর্যবেক্ষণ করে রিপোর্ট পাঠানো এবং বন্যা পরিস্থিতি তৈরি হলে দ্রুত রাজ্য সরকারকে জানানোর নির্দেশ দেন। বিশেষ করে মালদহ, মুর্শিদাবাদ ও অন্যান্য জেলার নদীগুলির ওপর নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। ডিভিসির আধিকারিকদের সঙ্গেও কথা চালাচ্ছে রাজ্য। যাতে আরও জল ছেড়ে সংকট না বাড়ায় ডিভিসি (DVC)। পাশাপাশি উৎসবের মধ্যে কেন রাজ্যকে আগাম না জানিয়ে এত বিপুল জল ছাড়া হল তা জানতেও চিঠি দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন ইতিমধ্যেই নদী তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চলে সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে এবং আশ্রয়কেন্দ্র খোলা হচ্ছে। স্বাস্থ্য দফতরকেও জলবাহিত রোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নির্ভর করছে আগামী কয়েক দিনের বৃষ্টিপাত ও ডিভিসির জলছাড়া নিয়ন্ত্রণের ওপর।

আরও পড়ুন: পুজো শেষের আগে ভাসাচ্ছে বাংলাকে: জল ছাড়ার তথ্য পেশ মুখ্যমন্ত্রীর

মোকাবিলায় জরুরি পদক্ষেপ :
পর্যাপ্ত ত্রাণ মজুত রাখা হয়েছে
বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত
নদীগুলির জলস্তর পর্যবেক্ষণ করে রিপোর্ট পাঠানো হচ্ছে
নদী-তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চলে সতর্কতা জারি
বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু
আশ্রয়কেন্দ্র খোলা হচ্ছে
স্বাস্থ্য দফতরকে প্রয়োজনীয় নির্দেশ

Related articles

SIR পিছনোর আর্জি নিয়ে এবার শীর্ষ আদালতে কেরালা সরকার

বাংলা ও তামিলনাড়ুর পথে হেঁটে এবার SIR ইস্যুতে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করল কেরালার বিজয়ন সরকার (Kerala...

তিহাড় জেলের জেল পালানো কয়েদি গ্রেফতার, সাফল্য কলকাতা পুলিশের

বড় সাফল্য কলকাতা পুলিশের! তিহাড় জেলের কুখ্যাত আসামি গ্রেফতার খাস কলকাতায়। দিল্লি পুলিশ ও উত্তরপ্রদেশ পুলিশের অপদার্থতায় জেল...

আইএসএল নিয়ে জটিলতা অব্যাহত, ফেডারেশন এবং ক্লাবেরগুলির বৈঠক নিষ্ফলা

ভারতীয় ফুটবলে জটিলতা অব্যাহত। আইএসএল(ISL) থেকে আই লিগ দুই লিগই কবে শুরু হবে তা অজানা। মঙ্গলবার ছিল  ফেডারেশন ...

রাজ্যে উপ-মুখ্য নির্বাচন কমিশনার: BLO-দের শিখণ্ডি করেই নির্ভুল SIR-বার্তা

একের পর এক অভিযোগ। বিক্ষোভ, প্রাণহানি বিএলও-দের। তারপরেও রাজ্যে এসআইআর-এর গা-জোয়ারি অব্যাহত। সেই নিবিড় সংশোধনী প্রক্রিয়া (SIR) খতিয়ে...
Exit mobile version