উত্তরবঙ্গের আকাশ যেন ঝরে পড়ছে অবিরাম। গত কয়েক দিনের টানা বর্ষণে গোটা অঞ্চল কার্যত বিপর্যস্ত। তিস্তা, রায়ডাক, তোর্ষা, জলঢাকা—সব নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গিয়ে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি ডুবে গিয়েছে বহু জায়গায়। বিপর্যয় মোকাবিলা দফতর এবং প্রশাসন টানা উদ্ধারকাজ চালাচ্ছে, আশ্রয়হীন মানুষকে সরানো হয়েছে নিরাপদ জায়গায়। পাহাড়ি রাস্তায় ধস নামায় যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত। রেলপথেরও একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, একই দিনে প্রকৃতি যেন অন্য রূপে ধরা দিল নাথুলায়। ভোর থেকেই মরসুমের প্রথম তুষারপাত ঢেকে দিল পাহাড়ি পথ, ঘরবাড়ি ও গাছপালা। পর্যটকরা হঠাৎ পাওয়া এই তুষারসাজে মুগ্ধ। চারপাশ এক নিমেষে যেন পরিণত হয়েছে রূপকথার বরফরাজ্যে।

পর্যটকদের কথায়, “এখানে দাঁড়িয়ে স্বপ্নের মতো তুষারপাত দেখছি, অথচ নিচে উত্তরবঙ্গের মানুষ লড়ছেন বন্যার সঙ্গে—প্রকৃতির খেয়াল সত্যিই আশ্চর্য।” একদিকে যেখানে দুর্যোগের সঙ্গে লড়ছে মানুষ, অন্যদিকে তুষারঢাকা নাথুলা যেন প্রকৃতির কোমল রূপের এক অনন্য ছবি। একই দিনে দুই বিপরীত দৃশ্য প্রকৃতির নির্মমতা ও মাধুর্যকেই একসঙ্গে ফুটিয়ে তুলল।

আরও পড়ুন – পর্যটকদের ফেরাতে তৎপর প্রশাসন! শিলিগুড়ি থেকে চালু স্পেশাল বাস

_

_

_

_

_

_
_