বিহার বিধানসভার (Bihar Assembly) মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ নভেম্বর। নিয়ম অনুযায়ী তার আগে নির্বাচন প্রক্রিয়া (Election Procedure) সম্পন্ন করতে হবে। সেই মতোই পুরোদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে। সোমবার বিকেলে নির্বাচন কমিশনের (ECI) ডাকা সাংবাদিক বৈঠকে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। দু’দিনের সফরে পাটনা পৌঁছেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখান থেকেই তিনি জানিয়েছিলেন নির্ধারিত সময়ের মধ্যেই সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
কমিশন সূত্রে জানা গেছে, এদিন বিকেল চারটে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবন থেকে বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। ২৪৩টি আসনে ভোটগ্রহণ হবে। কোনও বুথেই ১২০০ জনের বেশি ভোটার থাকবে না। ভোট প্রক্রিয়ায় ১০০ শতাংশ ওয়েব কাস্টিং হবে। ভোটদাতাদের ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে নিজের ফোন জমা রেখে ভোট দিতে যেতে হবে। বিহার এবার মূলত ত্রিমুখী লড়াই। একদিকে রয়েছে এনডিএ, তাদের শিবিরে বিজেপির পাশাপাশি রয়েছে জেডিইউ ও এলজেপি। অন্যদিকে কংগ্রেস ও বাম দলগুলির পাশাপাশি এবারের লড়াইয়ে প্রশান্ত কিশোরের নেতৃত্বে জনসূরজ পার্টিও থাকবে।
–
–
–
–
–
–
–
–
