Sunday, December 7, 2025

বৃষ্টি-ধসে ভাঙা বাড়ি-রাস্তা-ব্রিজ বানিয়ে দেবে রাজ্য! ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর আশ্বাস মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বৃষ্টি এবং ভুটান পাহাড় বেয়ে জল নেমে প্লাবিত উত্তরের একাধিক এলাকা। বিপর্যস্ত জনজীবন। মুখ্যমন্ত্রীর নির্দেশ উত্তরের বাসিন্দাদের স্বস্তি দিতেই কোমর বেধে নেমে পড়েছে প্রশাসন। প্রবস স্রোতে কোথাও রাস্তা ভেঙেছে, কোথাও আবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেতু। এই পরিস্থিতিতিতে সোমবার দুপুরেই উত্তরবঙ্গ পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, ডিজিপি রাজীব কুমার।

উত্তরবঙ্গে পৌঁছেই মুখ্যমন্ত্রী প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকার ত্রাণ শিবির পরিদর্শন করেন। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত নাগরাকাটা কালীখোলা ব্রিজটিও। এটিও পরিদর্শন করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কোথায়, কন ব্রিজ তৈরি হচ্ছে, কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

বাসিন্দাদের সতর্ক থাকার কথাও এদিন বলেন মুখ্যমন্ত্রী। জানান,”আগামী দু, একদিনের মধ্যে আবার জোয়ার আসতে পারে। সময়টা গুরুত্বপূর্ণ। এখানে রাস্তার ধারে সরকারের তরফে ত্রাণশিবির খোলা হয়েছে। যাঁরা এসেছেন, তাঁরা ভালো করেছেন। যাঁরা এখনও নিজের বাড়ি আঁকড়ে রয়েছেন, আপনারা দ্রুত এখানে চলে আসুন। নিরাপদে থাকবেন। খাওয়াদাওয়া নিয়ে ভাবতে হবে না।” প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শনের পর ভাঙা রাস্তা দেখে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার তা মেরামতের দায়িত্ব নিচ্ছে। এছাড়া যাঁদের বাড়ি ভেঙে গিয়েছে, সেসব বাড়িও তৈরি করে দেবে সরকার।

এদিকে শিলিগুড়ি থেকে সরাসরি মিরিক যাওয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন। সুখিয়া, ঘুম বা কার্শিয়ংয়ে ঘুরপথে যেতে হবে। এহেন পরিস্থিতিতে আগামিকাল, মঙ্গলবারই মিরিক যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, আগামী দু’দিন তিনি উত্তরবঙ্গে থাকবেন।

আরও পড়ুন: বিহার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল কমিশন, একনজরে দিনক্ষণ

উত্তরে বৃষ্টি-ধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ জন। মৃতের পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার। তাঁদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও পরিবারের একজনকে হোমগার্ডের চাকরির আশ্বাস দেওয়া হয়েছে।

 

spot_img

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৭ ডিসেম্বর (রবিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২৮৪০ ₹ ১২৮৪০০ ₹ খুচরো পাকা সোনা ১২৯০৫...

হাসপাতালে ভর্তি নচিকেতা, খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ অনুরাগীদের

হার্টের সমস্যা নিয়ে মধ্যরাতে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। আপাতত অবস্থা স্থিতিশীল। গায়কের...

চারদিন পর কিছুটা ছন্দে পরিষেবা! রবিতে বাতিল শতাধিক বিমান

চারদিন পরে কিছুটা স্বাভাবিক চেহারা দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলির। রবিবার থেকে পরিষেবা বেশ খানিকটা স্বাভাবিক হওয়ার দাবি করছে উড়ান...

রাজ্যের থেকে বিনামূল্যে জমি নিয়েও যোগা হাসপাতাল হলো না কেন, কেন্দ্রের ব্যর্থতায় ক্ষুব্ধ চিকিৎসকরা

কেন্দ্র কথা দিয়েছিল যোগা হাসপাতাল হবে। কিন্তু কথা রাখল কই? পশ্চিমবঙ্গ সরকার (Govt of WB) জমি বিনামূল্যে জমি...