অবশেষে শুরু হতে চলেছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই চালু হবে অনলাইন পোর্টাল, যার মাধ্যমে আবেদন করতে পারবেন প্রাথমিক শিক্ষক পদে নিয়োগপ্রার্থী পরীক্ষার্থীরা।

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, “অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালের মাধ্যমেই উত্তীর্ণ প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এরপর আবেদনপত্র খতিয়ে দেখে ইন্টারভিউর জন্য ডাক পাঠানো হবে।” তিনি আরও জানান, পোর্টাল চালুর নির্দিষ্ট তারিখ খুব শীঘ্রই পর্ষদ জানিয়ে দেবে।

পুজোর আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই অনুযায়ী রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে ১৩,৪২১টি শূন্যপদে নিয়োগ করা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬,৭৫৪ জন প্রার্থী। তাঁদের মধ্যেই অনেকে আবেদন করবেন এই নিয়োগ প্রক্রিয়ায়। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এবার টেটের প্রথম ১০ জনের তালিকায় রয়েছেন ৬৪ জন প্রার্থী। শিক্ষা মহলের মতে, দীর্ঘ প্রতীক্ষার পর প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় অনেক পরীক্ষার্থীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

আরও পড়ুন – বাংলায় তৃণমূলকে হারাতে না পেরে ত্রিপুরায় কার্যালয় হামলা বিজেপির: গর্জে উঠলেন অভিষেক

_

_

_

_

_
_