রাজমিস্ত্রির কাজে গিয়ে বিপর্যয়! বেঙ্গালুরুতে দগ্ধ মুর্শিদাবাদের সাত শ্রমিক 

Date:

Share post:

কাজের খোঁজে রাজ্যের মুর্শিদাবাদ থেকে কর্নাটকের বেঙ্গালুরুতে গিয়েছিলেন কয়েকজন পরিযায়ী রাজমিস্ত্রি। সেখানেই ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হলেন সাতজন শ্রমিক। বর্তমানে তাঁরা বেঙ্গালুরুর সিটি মার্কেট এলাকার একটি সরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আহত শ্রমিকদের নাম মিনারুল শেখ (৩৫), জিয়াবুর শেখ (৩৫), হাসান মন্ডল (৪২), তাজিবুর শেখ (৩১), নুরজামাল শেখ (২০), শাফিজুল শেখ (৩৫) এবং জাহিদ আলি (৩২)। তাঁদের মধ্যে জাহিদের বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খিদিরপুর গ্রামে, বাকিদের বাড়ি বহরমপুর থানার রাজধরপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচ পীরতলা গ্রামে।

বেঙ্গালুরুর সরকারি হাসপাতালের এক চিকিৎসক জানান, সাত শ্রমিকেরই অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ অংশ পুড়ে গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক মাস আগে হাসান মন্ডলের তত্ত্বাবধানে ওই শ্রমিকেরা মুর্শিদাবাদ থেকে বেঙ্গালুরুর বিরডি এলাকায় নির্মাণকাজে যোগ দেন। সেখানে তাঁরা একটি বহুতল নির্মাণস্থলের পাশে একটি ছোট ঘরে থাকতেন।

একই এলাকার পরিযায়ী শ্রমিক তারিক আজিজ জানান, সোমবার গভীর রাতে তাঁদের ঘরে হঠাৎ আগুন লাগে। “সাতজনই তখন ঘুমিয়ে ছিলেন। আগুন বুঝতে পারার আগেই তাঁদের শরীরে আগুন ধরে যায়,” বলেন তিনি। অন্য শ্রমিকেরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।প্রাথমিক অনুমান, নতুন গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। ওই শ্রমিকেরা আগের সিলিন্ডার ফুরিয়ে যাওয়ায় সেদিনই নতুন সিলিন্ডার লাগিয়েছিলেন বলে জানা গিয়েছে।

রাজধরপাড়ার পঞ্চায়েত সদস্য খাইরুল শেখ বলেন, “পরিবারের জন্য একটু বেশি উপার্জনের আশায় এই এলাকার অনেক যুবক এখন পরিযায়ী শ্রমিক হিসেবে দক্ষিণ ভারতে কাজ করছেন। এই দুর্ঘটনার খবরে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।” এদিকে, আহতদের পরিবারের সদস্যরাও ইতিমধ্যে ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় প্রশাসন রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির ওপর নজর রাখছে।

আরও পড়ুন – শিল্ড শুরুর আগে অস্বস্তি অব্যাহত, আইএফএ-র সাংবাদিক সম্মেলনেও নেই মোহনবাগান

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...

অপারেশন ব্লু-স্টারের ভুলে শুধু ইন্দিরা গান্ধী দায়ী নন: চিদাম্বরমের বক্তব্যে বিতর্ক

খালিস্তানি জঙ্গিদের দমন করতে ১৯৮৪ সালে যে অপারেশন ব্লুস্টার সংঘটিত করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারত সরকার,...

যোগী রাজ্যে ধর্মীয় স্থানে হানা, মৌলবির স্ত্রী ও দুই কন্যা খুনে আতঙ্ক

উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বাগপত জেলার গাঙ্গলোনি গ্রামে মসজিদের ভিতরে নৃশংস হত্যাকাণ্ড। মৌলবি ইব্রাহিমের অনুপস্থিতিতে তাঁর স্ত্রী এবং দুই শিশু...

লক্ষ্মৌতে নাবালিকার গণধর্ষণ! পুলিশ ধরতে গেলে গুলি চালালো ধর্ষকরা

নারী নিরাপত্তায় কতটা পিছিয়ে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ তা কেন্দ্রের সরকারের রিপোর্টেই স্পষ্ট। বয়স্ক মহিলা থেকে নাবালিকা কেউ সেখানে...