খেলতে গিয়ে বাগজোলায়(Bagjola) খালের জলে ডুবে মৃত্যু(Water drawing death)! একজন ঘটনাস্থলেই মারা যান, অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বুধবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনায় শোকস্তব্ধ কেষ্টপুর(Kestopur)ও নিউটাউন(Newtown) সংলগ্ন চণ্ডীবেড়িয়া এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগজোলা খাল পাড়ের বাসিন্দা ওই দুই শিশু প্রতিদিনই সকালে একসঙ্গে খেলতে বের হত। বুধবার সকালেও তারা অন্যদিনের মতো খালের ধারে খেলনা নিয়ে খেলছিল। হঠাৎ করেই তারা খালে পড়ে যায়। কিছুক্ষণ পর খাল পাড়ের কয়েকজন বাসিন্দা দেখেন, দুই শিশু জলের তোড়ে ভেসে যাচ্ছে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খালে নেমে উদ্ধার অভিযান চলান। কিছুক্ষণের চেষ্টায় আটবছরের নাবালককে উদ্ধার করা সম্ভব হলেও চার বছরের শিশুকন্যার আর খোঁজ মিলছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউটাউন থানার পুলিশ। দ্রুত ডুবুরি নামিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সকাল সাড়ে ১১টার দিকে শিশুকন্যাকেও উদ্ধার করা হয়। আরও পড়ুন: গ্রহ-রত্ন বিক্রির আড়ালে ৩৫০ কোটির বিদেশি মুদ্রা তছরুপ! কলকাতা-সহ তিন শহরে ইডির তল্লাশি অভিযান

দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুই শিশুরই ফুসফুসে জল ঢুকে গিয়েছিল। অনেকক্ষণ জলে থাকার কারণে শ্বাসপ্রশ্বাস নিতে সমস্যা হয় দুজনেরই। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও শিশুকন্যাকে বাঁচানো সম্ভব হয়নি। শোকের ছায়া এলাকা জুড়ে।

–

–

–

–

–

–



