শীর্ষ আদালতের নির্দেশে ‘অযোগ্য’দের বাদ দিয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে রাজ্য শিক্ষা দফতর। সুষ্ঠু পরীক্ষায় যোগ দিয়েছেন প্রায় সাড়ে ৫ লক্ষ পরীক্ষার্থী। পরীক্ষা ব্যবস্থা নিয়ে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে আসা পরীক্ষার্থীরাও। সেই পরীক্ষার ফলাফল (merit list) নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে, জানালো রাজ্য সরকার। তবে গোটা প্রক্রিয়া চলাকালীন অযোগ্যদের (tainted) তালিকা ওয়েবসাইট বা শিক্ষা দফতরের সরকারি প্রকাশনায় তুলে ধরা সম্ভব হয়নি। এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে সেই তালিকা প্রকাশ্যে তুলে ধরা হবে বলে শীর্ষ আদালতে জানালো রাজ্য সরকার।

নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল, সুপ্রিম কোর্টের জানালো রাজ্য সরকার। মেধা তালিকায় কারা স্থান পাচ্ছে, তা প্রকাশ করবে এসএসসি। ইতিমধ্যেই মডেল উত্তর পত্র (model answer sheet) প্রকাশিত হয়েছে, যাকে পরীক্ষার্থীরা চ্যালেঞ্জ জানাতে পারেন। সুপ্রিম কোর্টে বুধবার এই মামলার শুনানিতে রাজ্যের তরফে এই বক্তব্য পেশের পরে শীর্ষ আদালত নির্দেশ দেয়, তালিকায় স্থান পাওয়া সকলের নাম প্রকাশ করতে হবে। সেই সঙ্গে বিষয়ভিত্তিক ও সংরক্ষণভিত্তিক তালিকা প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়।

সেই সঙ্গে বুধবার মামলার শুনানিতে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ প্রশ্ন তোলে, ‘অযোগ্য’ (tainted) চিহ্নিতদের পরীক্ষায় বসতে না দেওয়া হলেও তাদের তালিকা কেন প্রকাশ্যে আসেনি, তা নিয়ে। রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, শীর্ষ আদালতের কাছে সেই তালিকা আগেই পেশ করা হয়েছে। আবার প্রকাশ্যে সেই তালিকা আনা হবে। তবে যাতে আর কেউ এই সংক্রান্ত কোনও মামলা করে আদালতে না আসতে পারে, তার জন্যই তালিকা প্রকাশ্যে আনার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

আরও পড়ুন: গ্রহ-রত্ন বিক্রির আড়ালে ৩৫০ কোটির বিদেশি মুদ্রা তছরুপ! কলকাতা-সহ তিন শহরে ইডির তল্লাশি অভিযান

ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন পুজোর পরে এসএসসি নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। সেই মতো উত্তরপত্র (model answer sheet) প্রকাশ করে সম্পূর্ণ মেধা তালিকা (merit list) প্রকাশের প্রস্তুতি চরমে এসএসসি (SSC) দফতরে। সেই সংক্রান্ত মামলার শুনানিতেই নভেম্বরে ফলাফল প্রকাশের দাবি শীর্ষ আদালতে জানালেন রাজ্যের আইনজীবী। মামলার পরবর্তী শুনানি ২৪ নভেম্বর।

–

–

–

–

–