Tuesday, November 18, 2025

জুবিনের মৃত্যুতে পুলিশের জালে গায়কের ভাই! গ্রেফতারি বেড়ে ৫

Date:

গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যুতে এবার গ্রেফতার হলেন খোদ পুলিশকর্তা। সিঙ্গাপুরে গত ১৯শে সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করতে গিয়ে বলিউড গায়কের মৃত্যুর খবরে চমকে ওঠেন অনুরাগীরা। জোরালো হয় খুনের তত্ত্ব। তদন্তে নেমে এবার গায়কের খুড়তুতো ভাই অসম পুলিশের আধিকারিক সন্দীপন গর্গকে (Sandipan Garg) গ্রেফতার করল পুলিশ। মৃত্যুর সময় তিনি গায়কের সঙ্গেই ছিলেন বলে জানা গেছে। এর আগে চারজনকে গ্রেফতার করা হয়েছিল, এবার পুলিশকর্তাকে নিয়ে এখনও পর্যন্ত জুবিনের মৃত্যুতে গ্রেফতারির সংখ্যা দাঁড়াল পাঁচ।

জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ স্বামীর মৃত্যুতে প্রথম দিন থেকেই সঠিক তদন্তের দাবি করে আসছেন।গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের তরফে জুবিনের দেহের দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট সরকারকে ইতিমধ্যেই ফেরত দিয়েছেন গরিমা। তিনি সাফ জানিয়েছেন এটা কোন ব্যক্তিগত তথ্য নয়, তাই প্রকাশ্যে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তদন্তকারীরা। মৃত্যু রহস্যের কিনারা করতে অসম পুলিশের তরফে SIT গঠন করা হয়েছে বলে জানা গেছে। এসআইটি ইতিমধ্যে গায়কের পরিচিত বেশ কয়েকজনের উদ্দেশ্যে সমন জারি করেছে, যার মধ্যে অসম অ্যাসোসিয়েশন অফ সিঙ্গাপুরের ১১ জন সদস্যের মধ্যে যাঁরা ইয়টে তাঁর শেষ মুহুর্তের সময় গায়কের সাথে ছিলেন সেই আটজনকে আটজন ৬ অক্টোবরের মধ্যে হাজিরা দেওয়ার কথা বলা হলেও তাঁরা কেউ উপস্থিত হননি বলে খবর। অসম পুলিশের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের মূল অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, তাঁর ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী, সহ-গায়ক অমৃতপ্রভা মহন্ত এবং এখন সন্দীপন গর্গসহ পাঁচজনকে গ্রেফতার করেছে সিআইডি।

 

Related articles

স্বাস্থ্যক্ষেত্রে মুখ্যমন্ত্রীর হাত ধরে বাংলার শ্রীবৃদ্ধি! উদ্যোগের খতিয়ান পোস্ট তৃণমূলের

রাজ্যে উত্তর থেকে দক্ষিণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমলে উন্নয়ন চোখে পড়ার মতো। স্বাস্থ্যক্ষেত্রেও (Heath Sector) হয়েছে...

আত্মঘাতী হামলাকারী নিয়ে সমাজের ধারণা ভুল! ভিডিও প্রকাশ উমরের

দিল্লির লালকেল্লার (Delhi Red Fort) কাছে বিস্ফোরণে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। সেই বিস্ফোরণে মূল চক্রী...

হাসিনার সাজা ঘোষণার পরই অগ্নিগর্ভ বাংলাদেশ, ঘটল মৃত্যুর ঘটনাও

২০২৪ সালের জুলাই মাস থেকেই উত্তপ্ত বাংলাদেশ। সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Seikh Hasina) ফাঁসির সাজা ঘোষণার...

অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে নিহত মাওবাদী কমান্ডার মাদভি হিডমা

একটা সময়ে যে মাওবাদী কমান্ডার বস্তারে ভারতীয় বাহিনীর রাতের ঘুম কেড়েছিলেন তিনি মাদভি হিডমা(Madvi Hidma)। অবশেষে অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে...
Exit mobile version