Tuesday, November 18, 2025

“দল নির্বাচন আমার হাতে নেই”, মুখ খুললেন ব্রাত্য শামি

Date:

Share post:

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে এমনকি অস্ট্রেলিয়া সফরেও ভারতীয় দলে (India’s squad) ব্রাত্য থেকেছেন মহম্মদ শামি( Mohammad Shami)। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন শামি। তাঁর ফিটনেস নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, কড়া কথায় সব কিছুকে মাঠের বাইরে পাঠালেন ভারতীয় দলের তারকা পেসার।

নিজের ইউটিউব চ্যানেলে শামি জানিয়েছেন, “অস্ট্রেলিয়া সিরিজে কেন আমাকে দলে নেওয়া হয়নি তা নিয়ে অনেক চর্চা হচ্ছে, অনেক গুজব ছড়িয়েছে। মিম তৈরি হয়েছে।। আমার বক্তব্য, দল নির্বাচন আমার হাতে নেই। তার জন্য নির্বাচক কমিটি রয়েছে, কোচ, অধিনায়ক রয়েছে। ওরা যদি মনে করে আমাকে দলে দরকার তা হলে নেবে। আমি নিজে ফিট আছি এবং খেলার জন্য পুরোপুরি তৈরি।”

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে জায়গা পাননি শামি। বাংলা হয়ে আসন্ন রঞ্জি ট্রফির ম্যাচে খেলবেন শামি।  এই প্রসঙ্গে বাংলার পেসার বলেন,  আমি কিন্তু খেলার প্রস্তুতই রয়েছি। অনুশীলনও করছি। দলীপ ট্রফিতে খেলেছি। সেখানে ৩৫ ওভার বল করেছি। আমার ফিটনেস নিয়েও কোনও সমস্যা নেই।”

আরও পড়ুন :গম্ভীরের বাড়িতে জমজমাট নৈশভোজ, চমক দিয়ে হাজির কোচের প্রিয় পাত্র

সম্প্রতি একদিনের দলেও নেতৃত্বের বদল ঘটেছে। ভারতীয় দলের নয়া অধিনায়ক শুভমান গিলের পাশেই থাকছেন শামি। তাঁর কথায়, “বিষয়টি নিয়ে বড্ড চর্চা হচ্ছে। তবে শুভমান গিল কিন্তু দলকে ইংল্যান্ডে গিয়ে টেস্টে নেতৃত্ব দিয়েছে। এর আগে আইপিএলে দলকে নেতৃত্ব দিয়েছেন। কাউকে না কাউকে নেতৃ্ত্ব দিতেই হবে। বোর্ডে সেই দায়িত্ব গিলকে দিয়েছে। আমার মনে হয় এই নিয়ে প্রশ্ন তোলা  উচিত নয়, আজ এক আছেন কাল অন্য কেউ হবেন এই চক্র চলতে থাকবে।”

spot_img

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...