উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ায় দক্ষিণবঙ্গে কিছুদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরের জেলাগুলোতে নতুন করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। রাজ্যের বিভিন্ন অঞ্চলে বর্ষা ধীরে ধীরে বিদায় নিতে শুরু করবে এবং সপ্তাহান্তের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতা ও হাওড়া এলাকায় শুক্রবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবারের পর বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে, দক্ষিণবঙ্গে তার পর আর তেমন বৃষ্টি হবে না। উত্তরবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে। কিছু জায়গায় বজ্রবিদ্যুত সহ অল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি স্বল্প সময়ের জন্য এবং সীমিত এলাকার জন্যই হতে পারে। ক্রমশ সেই বৃষ্টিপাতের সম্ভাবনাও কমতে শুরু করবে।

দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সতর্কতা জারি আছে। দুই চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলাগুলোতে বৃষ্টি হতে পারে। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাসও বইতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সময়ে বাড়ির বাইরে বের হওয়ার সময় সজাগ থাকার পাশাপাশি খোলা মাঠ বা ঝড়-বৃষ্টির সময় ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা এড়ানো উচিত।

আরও পড়ুন- পিপিপি প্রকল্পে বিশেষজ্ঞ উপদেষ্টা সংস্থা গঠনে পদক্ষেপ অর্থ দফতরের

_

_

_

_

_

_
_