ভারতীয় ক্রিকেটারদের বিবাহ বিচ্ছেদের খবর নতুন কোনও বিষয় নয়। বিগত কয়েক মাস আগে জানা গিয়েছিল বীরেন্দ্র সেহবাগ(Virender Sehwag) এবং তাঁর ও স্ত্রী আরতি আহলাওয়াতের(Aarti Ahlawat) সম্পর্কে ফাট ধরেছে। এবার সেহবাগ পত্নীর সঙ্গে যোগ হল ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি মিঠুন মানহাসের(Mithun Manhas) নাম!

সেহবাগ এবং তাঁর স্ত্রীয়ের সঙ্গে ২১ বছরের দাম্পত্যে নাকি ফাটল ধরেছে । তারপর থেকেই সমাজ মাধ্যমে নেটিজেনদের মধ্যে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল – এত বছর একসঙ্গে থাকার পর দম্পতির হঠাৎ এমন দূরত্ব কেন? এর নেপথ্যে রয়েছেন বিসিসিআই সভাপতি!

রজার বিন্নির পর বিসিসিআইয়ের নবনিযুক্ত সভাপতি হয়েছেন মিঠুন মানহাস। আর মিঠুনের সঙ্গে নাকি আরতির ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বলেই খবর উঠে আসছে সমাজ মাধ্যমে।

এই জল্পনা শুরুর নেপথ্যে রয়েছে একটি ছবি। ২০২১ সালে একটি ছবিতে আরতি এবং মিঠুনকে এক ফ্রেমে দেখা গিয়েছিল। ছবিটি নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। তবে বীরুর সংসার ছেড়ে আরতির মন মিঠুনের দিকে ঝুঁকেছে এমন নিশ্চয়তা নেই।

আরও পড়ুন: ব্র্যাডম্যান-সচিনের রেকর্ড স্পর্শ যশস্বীর, দিল্লি টেস্টে প্রথম দিনেই দাপট ভারতের

সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিংয়ের মতো যোগ্য প্রার্থীরা থাকলেও অমিত শাহের আর্শীবাদ নিয়েই বোর্ড সভাপতির চেয়ারে বসেছেন মিঠুন। কিন্তু সম্মানীয় পদে বসেই বিতর্কে জড়ালেন। ২০২৪ সালের দীপাবলির পর থেকে আর পরিবারের সঙ্গে ছবি শেয়ার করেননি আরতি। নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করেছেন মিঠুনের একটি কর্মকাণ্ডে। সোশ্যাল মিডিয়ায় মিঠুন বীরুর দুই পুত্র বেদান্ত ও আর্যবীরকে ফলো করতে শুরু করেছেন।

–

–

–

–