Saturday, November 15, 2025

দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় আটক ছাত্রীর বন্ধু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

Date:

বন্ধুর সঙ্গে ফুচকা খেতে গিয়ে ধর্ষণের (Rape) শিকার দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়া! অভিযোগের আঙ্গুল সঙ্গী বন্ধুর দিকে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ওই ছাত্রী সন্ধে নাগাদ ক্যাম্পাসের বাইরে বেরিয়ে ছিলেন। ফেরার পথে আচমকা তাঁকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্নতার জেরে নির্যাতিতার সঙ্গী বন্ধুকে আটক করেছে দুর্গাপুর নিউটাউন থানার পুলিশ (Durgapur New Town Police)। গণধর্ষণ (gang rape) হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আক্রান্ত ছাত্রী বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। গোটা ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department)। আগামী ১২ ঘণ্টার মধ্যে বেসরকারি কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তরফ করেছেন স্বাস্থ্য অধিকর্তা।

আরও পড়ুন: হাওড়া-বড়গাছিয়া রুটে ট্রেন অবরোধ, অফিস টাইমে ভোগান্তি 

বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলে অনুমান। ভিন রাজ্যের পড়ুয়ার সঙ্গে থাকা বন্ধু ধর্ষণের (rape) ঘটনার পর পালিয়ে যান বলে অভিযোগ। এতেই সন্দেহ বাড়ে পুলিশের। ক্যাম্পাস চত্বরে অনেকেই জানিয়েছেন যে ছাত্রী বাইরে বেরোতেই কয়েকজন নাকি তাঁকে ফলো করতে শুরু করে। ফলে এই ঘটনায় এক না একাধিক ব্যক্তি জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে। নির্যাতিতার বয়ান রেকর্ড করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। ডাক্তারি পড়ুয়ার (medical student) পরিবারের তরফে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতা এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আক্রান্ত তরুণীর মায়ের অভিযোগ, তাঁর মেয়ে বাইরে খেতে যেতে চায়নি। জোর করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। ভিন রাজ্যের পড়ুয়ার ধর্ষণের ঘটনায় নিরাপত্তার দাবিতে শনিবার সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ দেখাচ্ছেন ওই বেসরকারি মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version