Friday, November 14, 2025

ভিনরাজ্যে অগ্নিদগ্ধ বাংলার ৫ পরিযায়ী শ্রমিকের মৃত্যু! মুর্শিদাবাদের গ্রামে শোকের ছায়া

Date:

বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের অগ্নিকাণ্ডে (fire incident) মৃত্যু হল মুর্শিদাবাদের আরও এক পরিযায়ী শ্রমিকের (migrant worker)। শুক্রবার গভীর রাতে মারা যান তাজিবুর শেখ (৩০)। তাঁর মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। এখনও দু’জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

গত সোমবার গভীর রাতে বেঙ্গালুরুর রামনগর জেলার বিডাডি এলাকায় ঘরে সিলিন্ডার লিক করে আগুন লেগে মারাত্মকভাবে দগ্ধ হন মুর্শিদাবাদের সাত জন পরিযায়ী শ্রমিক। ঘটনার সময় তাঁরা ঘুমোচ্ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রান্নার পর গ্যাস সিলিন্ডারের নব বন্ধ করতে ভুলে যান তাঁরা। রাত আনুমানিক ২টার সময় এক শ্রমিক জ্বলন্ত বিড়ি মুখে নিয়ে ঘরে ঢোকেন। তৎক্ষণাৎ সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

প্রথমে তাঁদের ভর্তি করা হয় স্থানীয় ভিক্টোরিয়া সরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান হরিহরপাড়ার জাহিদ আলি (৩৫), বহরমপুরের সাফিজুল শেখ (৩৫), মিনারুল শেখ (৩৬) ও জিয়াবুর শেখ (৩৫)। সেদিনই গভীর রাতে মারা যান তাজিবুর শেখ।

এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন বহরমপুরের পাঁচপীরতলার হাসান মল্লিক ও নগড়াজল টিকটিকিপাড়ার নুর জামাল শেখ। হাসানের শ্যালক মহম্মদ মিরাজ, যিনি নিজেও পরিযায়ী শ্রমিক, জানিয়েছেন, “জামাইবাবুকে ভিক্টোরিয়া হাসপাতাল থেকে সেন্ট জন্স মেডিক্যালে রেফার করা হয়েছে। কিন্তু শনিবার সকালে চিকিৎসকেরা জানিয়েছেন, অবস্থা অত্যন্ত সংকটজনক।” আরও পড়ুন : ট্রাম্পের ‘ভুল’ শিক্ষানীতি: আমেরিকা ছাড়ছেন অভিজিৎ-ডাফলো

পরিবারগুলোর আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের তরফে আসিফ ফারুক জানিয়েছেন, “মৃতদেহগুলি দ্রুত ফিরিয়ে আনার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি।” বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী বলেন, “ঘটনার খবর পাওয়ার পরেই বেঙ্গালুরুর হাসপাতালে যোগাযোগ করেছি। মৃতদেহ ফেরানোর জন্য যাবতীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।” এই মর্মান্তিক ঘটনায় মুর্শিদাবাদের গ্রামগুলিতে নেমে এসেছে শোকের ছায়া। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও আবাসন ব্যবস্থাপনার প্রশ্নে ফের একবার উঠে এসেছে গুরুতর প্রশ্ন।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version