Monday, November 17, 2025

দুর্ভাগ্যজনক ঘটনা: বাংলার সরকারকে কড়া পদক্ষেপের আর্জি ওড়িশা মুখ্যমন্ত্রীর

Date:

দুর্গাপুরে বেসরকারি হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন বাংলার প্রশাসন। ইতিমধ্যেই অপরাধীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। রাজ্য স্বাস্থ্য দফতর থেকে গোটা ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে বেসরকারি ওই চিকিৎসা প্রতিষ্ঠানের কাছে। এরই মধ্যে ওড়িশার (Odisha) বাসিন্দা নির্যাতিতার জন্য উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মোহন মাঝি (Mohan Charan Manjhi) সোশ্যাল মিডিয়ায় লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। আইনানুগ কড়া পদক্ষেপের অনুরোধ করেছেন তিনি।

বাংলায় যে কোনও নারী নির্যাতন বা ধর্ষণের (rape) ঘটনায় চরম ও দ্রুত শাস্তি প্রদানের লক্ষ্যে অপরাজিতা বিল (Aparajita Bill) আনা হয়েছিল। রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায় সেই বিল এখনও আইনে পরিণত হতে পারেনি। যে কোনও নারী নিগ্রহের ঘটনায় রাজ্য পুলিশ থেকে প্রশাসন যেভাবে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিয়ে থাকে, দুর্গাপুরের চিকিৎসক পড়ুয়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তারই মধ্যে মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনানুগ পদক্ষেপের অনুরোধ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির।

সোশ্যাল মিডিয়ায় ওড়িশার মুখ্যমন্ত্রী লিখেছেন, বাংলার দুর্গাপুরে এক ওড়িশা পড়ুয়ার দুর্ভাগ্যজনক গণধর্ষণের (gang rape) ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও বেদনাদায়ক। এই খবরে আমি অত্যন্ত আহত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) আইনের পথে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণের জন্য জোরালো আবেদন জানাচ্ছি। পাশাপাশি ওড়িশার প্রশাসন এই ঘটনায় বাংলার প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি। ওড়িশা সরকারের তরফে নির্যাতিতার পরিবারকে সবরকম সহযোগিতা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় আটক ছাত্রীর বন্ধু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

সম্প্রতি ওড়িশায় নেপালের একাধিক ছাত্রীর মৃত্যু ও ধর্ষণের ঘটনায় বারবার আলোচনায় উঠে এসেছে নিরাপত্তার বিষয়টি। ওড়িশায় শারীরিকভাবে নিগৃহিতা ছাত্রীর কলেজের মধ্যেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হওয়ার ঘটনাও গোটা দেশের কাছে মুখ পুড়িয়েছে বিজেপি শাসিত ওড়িশার। যদিও প্রতিবেশী রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে কখনও নাক গলায়নি বাংলার প্রশাসন। যদিও দুর্গাপুরের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি আবেদনের মধ্যে দিয়ে কী বার্তা দিতে চেয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি, তা এখনও স্পষ্ট নয়।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version