Monday, December 8, 2025

নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ! বোরখা পরিহিত মহিলাদের জন্য ভোটকেন্দ্রে বিশেষ ব্যবস্থা

Date:

Share post:

নির্বাচন কমিশন এবার পর্দানশীন বা বোরখা পরিহিত মহিলা ভোটারদের জন্য ভোটকেন্দ্রে বিশেষ ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, এই শ্রেণির মহিলা ভোটারদের সঠিকভাবে সনাক্তকরণের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে একজন মহিলা নির্বাচন কর্মী বা সহকারীর উপস্থিতি বাধ্যতামূলক করা হবে। ধর্মীয় আচার ও শালীনতার প্রতি পূর্ণ সম্মান রেখেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। অর্থাৎ, পর্দানশীন বা বোরখা পরিহিত মহিলাদের পরিচয় যাচাই করবেন শুধুমাত্র মহিলা নির্বাচন কর্মীরা, যাতে তাঁদের ধর্মীয় রীতি ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকে এবং তাঁরা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

এই বিষয়ে নির্বাচন কমিশন একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ জারি করেছে। একই সঙ্গে কমিশন জানিয়েছে, ভোটার আইডি কার্ড ছাড়াও মোট ১২টি বিকল্প পরিচয়পত্র ব্যবহার করেও ভোট দেওয়া যাবে। এই নিয়ম আসন্ন বিহার বিধানসভা সাধারণ নির্বাচন এবং দেশের ৮টি বিধানসভা উপনির্বাচন— দুই ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কমিশনের বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট নির্বাচনী কেন্দ্রগুলির ১০০ শতাংশ ভোটারেরই ফটো আইডি কার্ড রয়েছে। তবুও যদি কেউ ভোটের দিনে কার্ড সঙ্গে না আনেন, তবে উল্লেখিত বিকল্প নথিগুলির যে কোনও একটি দেখিয়ে ভোট দিতে পারবেন।

আরও পড়ুন- অনুমোদনের ফাঁসে আটকে অপরাজিতা বিল! অভিষেকের ভিডিও পোস্ট করে সরব তৃণমূল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...