Sunday, November 16, 2025

আগাম সতর্কতা না দিয়েই জল ছাড়া: ঝাড়খণ্ডে বিক্ষোভে তৃণমূল

Date:

কেন্দ্রের ষড়যন্ত্রে বারবার বানভাসি বাংলার দক্ষিণের জেলাগুলি। রাজ্যকে না জানিয়ে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ছে ডিভিসি (DVC), এই অভিযোগ বারবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগকে সামনে রেখে শুক্রবার মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী মলয় ঘটকের (Moloy Ghatak) নেতৃত্বে তৃণমূল নেতা-কর্মীরা ঝাড়খণ্ডের (Jharkhand) পাঞ্চেত বাঁধের (Panchet dam) প্রধান কার্যালয়ে অবস্থান বিক্ষোভ করেন। ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোলের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায় প্রমুখ। পুরুলিয়ার দলীয় সমর্থকরা বিক্ষোভে অংশ নেন।

মন্ত্রী মলয় ঘটক বলেন, মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার আগে রাজ্যকে জানানোর কথা ডিভিসির আধিকারিকদের বারবার বলেছেন মুখ্যমন্ত্রী। কারণ, এই দুই জলাধার (dam) জল ছাড়লে রাজ্যের বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতি হয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্দেশে ডিভিসি তা করে না। রাজ্যকে না জানিয়েই তারা জল ছেড়ে দেয়। দুর্গাপুজোর সময়ও জল ছাড়ার জন্যেই বাংলার বিরাট অংশ প্লাবিত হয়। তৃণমুলের তরফে ডিভিসির পাঞ্চেত জলাধারের কর্তাদের কাছে স্মারকলিপি (deputation) দেওয়া হয়।

আরও পড়ুন: আবার বাংলাকেই অনুকরণ: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ আনলেন তামিলনাড়ুর স্ট্যালিন

বাস্তবে ডিভিসির কথায় আর কাজে কোনও মিল নেই। এমনই দাবি করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak)। মন্ত্রীর দাবি, ডিভিসির তরফে বলা হয়েছে, মাত্র ৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। কিন্তু কাল যে ৫০ হাজার কিউসেক জল ছাড়া হবে না, তার গ্যারান্টি কোথায়? গত ৭ অক্টোবর তৃণমুলের তরফে মাইথনে একই দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু সেদিনই ৬০ হাজার কিউসেক জল ছেড়েছিল। ফলে হুগলির খানাকুলের ৫টি গ্রাম ডুবে যায়। মন্ত্রী স্পষ্ট দাবি জানান, আলোচনা করেই জল ছাড়তে হবে।

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version