Sunday, November 16, 2025

সেনাদের পাশে দাঁড়াতে অনন্য উদ্যোগ! এনডিআইটিএ ও প্রিন্সটন ক্লাবের সহযোগিতায় রক্তদান শিবির

Date:

Share post:

দেশের সাহসী সেনাদের পাশে দাঁড়াতে অনন্য উদ্যোগ নিল এনডিআইটিএ (NDITA) ও প্রিন্সটন ক্লাব। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সহযোগিতায় আয়োজিত হল এক বিশেষ রক্তদান শিবির, যা উৎসর্গ করা হয়েছিল দেশের জওয়ানদের উদ্দেশ্যে। এই শিবিরে মোট ৮০ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে, যা ব্যবহৃত হবে সেনা সদস্য, তাঁদের পরিবার ও প্রবীণ যোদ্ধাদের জন্য। এই মহৎ কর্মসূচিতে অংশ নেন মার্লিন গ্রুপ, প্রিন্সটন ক্লাব, অ্যাক্রোপলিস মল ও হোমল্যান্ড মলের কর্মীরা। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে রক্তদান শিবির।

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট রাহুল উদয় কুমার আয়োজক ও দাতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “রক্ত হল মানুষের দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার। প্রিন্সটন ক্লাব ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এনডিআইটিএ-র এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সেনা সদস্য ও তাঁদের পরিবারের পাশে থাকার এই প্রয়াসকে আমরা গভীরভাবে কৃতজ্ঞতা জানাই।”

মেরলিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতা বলেন, “মেরলিন গ্রুপ সবসময় ব্যবসার গণ্ডি ছাড়িয়ে সমাজের সেবায় বিশ্বাসী। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এই রক্তদান কর্মসূচি আমাদের তরফে এক ক্ষুদ্র শ্রদ্ধার্ঘ্য সেই সাহসী যোদ্ধাদের প্রতি, যাঁরা আমাদের দেশ রক্ষা করেন।”

মার্লিন গ্রুপের ডিরেক্টর সিমা মোহতা বলেন, “রক্তদান মানেই জীবনদান। আমরা কৃতজ্ঞ ভারতীয় সেনাবাহিনীর প্রতি, যাঁরা আমাদের এই মহৎ কাজে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। রক্তদান শুধু অন্যের জীবন বাঁচায় না, দাতার নিজের হৃদয় ও লিভারের স্বাস্থ্যের পক্ষেও উপকারী।”পুরো অনুষ্ঠানটি সমাজের প্রতি দায়বদ্ধতা ও দেশের রক্ষাকর্তাদের প্রতি কৃতজ্ঞতার বার্তা পৌঁছে দেয়, এবং নাগরিকদের জীবনরক্ষাকারী উদ্যোগে অংশগ্রহণে উৎসাহিত করে।

আরও পড়ুন- প্লাস্টিক নিয়ন্ত্রণে পুলিশের সাহায্য চাইল পুরসভা

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...

ম্যাথাউজের চোখে মেসিই সেরা, ভারতীয় ফুটবলের উন্নতিতে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

ক্রিকেট কার্ণিভালের শহরে ফুটবলের কিংবদন্তি। কলকাতায় ঝটিকা কলকাতা সফরে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। দিনভর ঠাসা...

১৫ দিন টানা ডিউটি! শহর থেকে জেলায় একের পর এক হাসপাতালে বিএলও-রা

৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি ইনিউমারেশন ফর্ম বিলি করছেন রাজ্যের বিএলও-রা। এখনও পর্যন্ত ফর্ম বিলির ক্ষেত্রে দেশের প্রথম...

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...