Wednesday, January 14, 2026

সেনাদের পাশে দাঁড়াতে অনন্য উদ্যোগ! এনডিআইটিএ ও প্রিন্সটন ক্লাবের সহযোগিতায় রক্তদান শিবির

Date:

Share post:

দেশের সাহসী সেনাদের পাশে দাঁড়াতে অনন্য উদ্যোগ নিল এনডিআইটিএ (NDITA) ও প্রিন্সটন ক্লাব। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সহযোগিতায় আয়োজিত হল এক বিশেষ রক্তদান শিবির, যা উৎসর্গ করা হয়েছিল দেশের জওয়ানদের উদ্দেশ্যে। এই শিবিরে মোট ৮০ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে, যা ব্যবহৃত হবে সেনা সদস্য, তাঁদের পরিবার ও প্রবীণ যোদ্ধাদের জন্য। এই মহৎ কর্মসূচিতে অংশ নেন মার্লিন গ্রুপ, প্রিন্সটন ক্লাব, অ্যাক্রোপলিস মল ও হোমল্যান্ড মলের কর্মীরা। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে রক্তদান শিবির।

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট রাহুল উদয় কুমার আয়োজক ও দাতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “রক্ত হল মানুষের দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার। প্রিন্সটন ক্লাব ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এনডিআইটিএ-র এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সেনা সদস্য ও তাঁদের পরিবারের পাশে থাকার এই প্রয়াসকে আমরা গভীরভাবে কৃতজ্ঞতা জানাই।”

মেরলিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতা বলেন, “মেরলিন গ্রুপ সবসময় ব্যবসার গণ্ডি ছাড়িয়ে সমাজের সেবায় বিশ্বাসী। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এই রক্তদান কর্মসূচি আমাদের তরফে এক ক্ষুদ্র শ্রদ্ধার্ঘ্য সেই সাহসী যোদ্ধাদের প্রতি, যাঁরা আমাদের দেশ রক্ষা করেন।”

মার্লিন গ্রুপের ডিরেক্টর সিমা মোহতা বলেন, “রক্তদান মানেই জীবনদান। আমরা কৃতজ্ঞ ভারতীয় সেনাবাহিনীর প্রতি, যাঁরা আমাদের এই মহৎ কাজে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। রক্তদান শুধু অন্যের জীবন বাঁচায় না, দাতার নিজের হৃদয় ও লিভারের স্বাস্থ্যের পক্ষেও উপকারী।”পুরো অনুষ্ঠানটি সমাজের প্রতি দায়বদ্ধতা ও দেশের রক্ষাকর্তাদের প্রতি কৃতজ্ঞতার বার্তা পৌঁছে দেয়, এবং নাগরিকদের জীবনরক্ষাকারী উদ্যোগে অংশগ্রহণে উৎসাহিত করে।

আরও পড়ুন- প্লাস্টিক নিয়ন্ত্রণে পুলিশের সাহায্য চাইল পুরসভা

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...