Sunday, November 16, 2025

সেনাদের পাশে দাঁড়াতে অনন্য উদ্যোগ! এনডিআইটিএ ও প্রিন্সটন ক্লাবের সহযোগিতায় রক্তদান শিবির

Date:

দেশের সাহসী সেনাদের পাশে দাঁড়াতে অনন্য উদ্যোগ নিল এনডিআইটিএ (NDITA) ও প্রিন্সটন ক্লাব। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সহযোগিতায় আয়োজিত হল এক বিশেষ রক্তদান শিবির, যা উৎসর্গ করা হয়েছিল দেশের জওয়ানদের উদ্দেশ্যে। এই শিবিরে মোট ৮০ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে, যা ব্যবহৃত হবে সেনা সদস্য, তাঁদের পরিবার ও প্রবীণ যোদ্ধাদের জন্য। এই মহৎ কর্মসূচিতে অংশ নেন মার্লিন গ্রুপ, প্রিন্সটন ক্লাব, অ্যাক্রোপলিস মল ও হোমল্যান্ড মলের কর্মীরা। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে রক্তদান শিবির।

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট রাহুল উদয় কুমার আয়োজক ও দাতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “রক্ত হল মানুষের দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার। প্রিন্সটন ক্লাব ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এনডিআইটিএ-র এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সেনা সদস্য ও তাঁদের পরিবারের পাশে থাকার এই প্রয়াসকে আমরা গভীরভাবে কৃতজ্ঞতা জানাই।”

মেরলিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতা বলেন, “মেরলিন গ্রুপ সবসময় ব্যবসার গণ্ডি ছাড়িয়ে সমাজের সেবায় বিশ্বাসী। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এই রক্তদান কর্মসূচি আমাদের তরফে এক ক্ষুদ্র শ্রদ্ধার্ঘ্য সেই সাহসী যোদ্ধাদের প্রতি, যাঁরা আমাদের দেশ রক্ষা করেন।”

মার্লিন গ্রুপের ডিরেক্টর সিমা মোহতা বলেন, “রক্তদান মানেই জীবনদান। আমরা কৃতজ্ঞ ভারতীয় সেনাবাহিনীর প্রতি, যাঁরা আমাদের এই মহৎ কাজে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। রক্তদান শুধু অন্যের জীবন বাঁচায় না, দাতার নিজের হৃদয় ও লিভারের স্বাস্থ্যের পক্ষেও উপকারী।”পুরো অনুষ্ঠানটি সমাজের প্রতি দায়বদ্ধতা ও দেশের রক্ষাকর্তাদের প্রতি কৃতজ্ঞতার বার্তা পৌঁছে দেয়, এবং নাগরিকদের জীবনরক্ষাকারী উদ্যোগে অংশগ্রহণে উৎসাহিত করে।

আরও পড়ুন- প্লাস্টিক নিয়ন্ত্রণে পুলিশের সাহায্য চাইল পুরসভা

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...
Exit mobile version