নভেম্বরের প্রথম সপ্তাহে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে বড়সড় রাজনৈতিক কর্মসূচির আয়োজন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর, শহিদ মিনারের সামনে অনুষ্ঠিত হবে এই সভা। সম্ভাব্য তারিখ ২ নভেম্বর। তবে ওই দিনে অনুমতি না মিললে বিকল্প হিসেবে ১১ বা ১২ নভেম্বর সভা হতে পারে বলে জানা গিয়েছে। এই সভার মূল বক্তা থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
উৎসবের মরসুম শেষ হওয়ার পর এসআইআর আন্দোলনকে নতুন করে গতিময় করতে এই সভার মাধ্যমে রাজনৈতিক বার্তা দিতে চাইছে তৃণমূল। দলের একাংশের বক্তব্য, রাজ্যের উন্নয়ন ও মানুষের স্বার্থে শুরু হওয়া এসআইআর প্রকল্প নিয়ে বিরোধীদের ভুল ব্যাখ্যার বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এই সভার পরিকল্পনা। শহিদ মিনারের সভাকে ঘিরে ইতিমধ্যেই সংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে রাজ্য তৃণমূলের তরফে।
আরও পড়ুন – ডার্বির আগে শক্তি বৃদ্ধি দুই দলের, মোহনবাগান অনুশীলনে বিপত্তি
_
_
_
_
_
_
_
_
