দিল্লির বিমানবন্দর থেকে শুরু করে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পর এবার দেশের উপরাষ্ট্রপতির চেন্নাইয়ের বাসভবনে বোমাতঙ্ক (bomb threat at chennai residence of vice president)! শুক্রের সকালে হুমকি ইমেইল পাওয়া মাত্রই দ্রুত তল্লাশি শুরু করে পুলিশ ও বম্ব স্কোয়াড (Bomb Squad)। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত চিরুনি তল্লাশি চালিয়েও সিপি রাধাকৃষ্ণনের (CP Radhakrishnan) বাড়ি থেকে কোনও বিস্ফোরক মেলেনি।
পুলিশ জানিয়েছে, এদিন সকালে তামিলনাড়ুর ডিজিপি অফিসে একটি ইমেল আসে। যেখানে বলা হয় উপরাষ্ট্রপতির চেন্নাইয়ের বাসভবনে বোমা রাখা রয়েছে। ইতিমধ্যেই গোটা বাড়ির তল্লাশি শেষ হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে, কোথাও কোনও বোমা উদ্ধার হয়নি। আইপি অ্যাড্রেস ধরে হুমকি ইমেইলের প্রেরককে খুঁজে বের করার চেষ্টা চলছে।
–
–
–
–
–
–
–
–
