Monday, November 17, 2025

হোয়াটসঅ্যাপ কলে ফাঁস DIG-এর ঘুষচক্র! সিবিআইয়ের জালে হরচরণ

Date:

পঞ্জাব পুলিশের (Punjab Police) রোপর রেঞ্জের DIG হরচরণ সিং ভল্লরকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করলো সিবিআই(CBI)। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ৮ লাখ টাকা ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে। তাঁর বাড়ি থেকে কোটি কোটি নগদ, সোনার গয়না, দামি দামি ঘড়ি কিংবা বিলাসবহুল গাড়িসহ আরও অনেক বহুমূল্য দ্রব্য পাওয়া গেছে। যার হিসাব হরচরণের বাড়ি থেকে পাওয়া এক লাল ডায়েরিতে পাওয়া গেছে। তদন্তকারীরা ওই লাল ডায়েরিকে গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করছেন। শুক্রবার হরচরণকে আদালতে হাজির করানো হলে ৩১ অক্টোবর পর্যন্ত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কিন্তু তাঁর বাড়িতে এখনও তল্লাশি অভিযান চালাচ্ছেন গোয়েন্দারা। এখনও পর্যন্ত ডিআইজি-র বাড়ি থেকে পাঁচ কোটি নগদ উদ্ধার হয়েছে। তবে এখনও টাকা গোনার কাজ চলছে, পরিমাণ আরও বাড়তে পারে বলে সূত্রের খবর। সিবিআই সূত্রে দাবি করা হয়েছে সবই ঘুষের টাকা!

জানা গেছে পঞ্জাবের ফতেহগড় সাহিবের ব্যবসায়ী আকাশ বাট্টা অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে সিবিআই। আকাশ অভিযোগ করেন, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। তাঁকে বলা হয় বাঁচতে গেলে আট লক্ষ টাকা ঘুষের দিতে হবে। এই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে সিবিআই।

আকাশের দাবি, আট লক্ষ টাকা কির্শানু নামের এক ব্যক্তির কাছে দেওয়ার নির্দেশ ছিল। সিবিআই কর্তাদের দাবি, ঘুষের লেনদেনে হরচরণের হয়ে মধ্যস্থতা করতেন কির্শানু শারদা। সিবিআই আধিকারিকেরা টাকা দেওয়ার ‘টোপ’ দিয়ে ওই কির্শানুকে ডেকে পাঠান। তার পরেই তাঁকে হাতেনাতে গ্রেফতার করেন। তাঁর মোবাইল থেকেই হরচরণকে ফোন করা হয়। সেই হোয়াট্‌সঅ্যাপ কলই ধরিয়ে দেয় হরচরণকে। ফোনের ওপার থেকে কির্শানুকে টাকা নেওয়ার নির্দেশ দেন তিনি। আরও পড়ুন: সন্তানের সামনেই স্ত্রীকে খুন যুবকের! চাঞ্চল্য দমদমে

হোয়াট্‌সঅ্যাপ কল এবং কির্শানুর কথার সূত্র ধরে সিবিআইয়ের একটি দল মোহালিতে হরচরণের অফিসে হানা দেয়। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে সিবিআই। তাঁর বাড়িতে তল্লাশি চালানোর সময় ওই লাল ডায়েরির খোঁজ পান গোয়েন্দারা। ডায়েরির তথ্য ও অন্যান্য খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version