Sunday, November 16, 2025

সমস্যায় থাকা মোহনবাগানকে সমীহ, দ্বিতীয় ট্রফির স্বপ্নে বিভোর ইস্টবেঙ্গল

Date:

মরশুমের দ্বিতীয় ট্রফির লক্ষ্যে শনিবার আইএফএ শিল্ড(IFA shiled)  ফাইনালে ডার্বিতে মাঠে নামছে ইস্টবেঙ্গল(East Bengal)। এর আগে কলকাতা লিগে জয় এসেছে এবার লক্ষ্য শিল্ড। শুক্রবার সকালে যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে ঘণ্টাখানেক অনুশীলনে ডার্বির মহড়া সেরে নেয় অস্কার ব্রুঁজোর দল।  ইস্টবেঙ্গলের প্রধান তাস হতে পারেন জাপানী স্ট্রাইকার হিরোশি।  বড় ম্যাচের আগে অনুশীলনে ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি পাসিং ফুটবলও  খেলিয়েছেন অস্কার।

বিগত কয়েক বছর ধরেই ডার্বিতে এক তরফা দাপট দেখিয়েছে মোহনবাগান, এবার কিন্তু মরশুমের শুরুতেই  ইস্টবেঙ্গল বুঝিয়ে দিয়েছে এবার খেলা কঠিন হবে। ডুরান্ড কাপের ডার্বিতে জয় পেয়েছে লাল হলুদ। এবার প্রতিপক্ষ দল মোহনবাগান দল মাঠের বাইরে সমস্যায় জেরবার। এই সুযোগটাই নিতে চাইছে ইস্টবেঙ্গল। যদিও প্রাক ম্যাচ সাংবাদিক সম্মলেনে এলেন না অস্কার ব্রুজো। পুরো দল তৈরি আছে বলেই জানালেন অস্কারের সহকারী বিনো জর্জ।

ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে বিনো জর্জ বলেন, এখানে ১১ বনাম ১১ খেলা হবে। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ,  আমাদের বিশ্বাস ইস্টবেঙ্গল সেরা দল। তবে আমাদের প্রতিপক্ষ ভালো দল। আগামীকালের ম্যাচের আগে আমাদের কোনো চোট আঘাতের সমস্যা নেই। পুরো দল পাচ্ছি। আমাদের সব বিদেশি তৈরি আছেন। আমরা ফাইনালের জন্য সব রকম প্রস্তুতি রাখছি। পেনাল্টি অনুশীলন ও করে রাখছি।

অস্কার না আসা প্রসঙ্গে বিনো বলেন, আমাদের সকালে অনুশীলন  ছিল।  তারপর ম্যাচ সংক্রান্ত বিশেষ পরিকল্পনা আছে। তাই  অস্কার আসতে পারেনি।

ইস্টবেঙ্গল ক্লোজ ডোর অনুশীলনের সময়ে পাশের হায়াত রিজেন্সি হোটেল থেকে দেখা গেল এক অজ্ঞাত ব্যক্তিকে ভিডিও করতে। বলা ভালো, এই হোটেলে মোহনবাগানের একাধিক বিদেশি ফুটবলার ও কোচেরা থাকেন।বিনো বলে দিলেন, এটা স্পোর্টস ম্যান স্পিরিট এই বিরোধী ।

আরও পড়ুন:একদিনেই টেস্ট-টি টোয়োন্টির যুগলবন্দি!২২ গজে অবাক করা নতুন ফর্ম্যাট

বড় ম্যাচের রেফারি থেকে মোহনবাগান নিয়ে বিনো বলেন, ডার্বি একটা আবেগ এর নাম। আমাদের বিশ্বাস ভালো রেফারিং হবে। আইএএফ সেই ব্যবস্থা করবে। আমাদের ধারণা আগামী কালের ম্যাচ পুরো স্টেডিয়াম থাকবে। প্রতিপক্ষ দলে সেরা ফুটবলার আছে। তারা যে কোনোও সময় ম্যাচের রং বদলে দিতে পারে। দুর্বল জায়গা তাদের অভ্যন্তরীণ সমস্যা হচ্ছে। সেটা হয়ত প্রভাব ফেলবে আবার নাও পারে।

Related articles

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...
Exit mobile version