Tuesday, January 13, 2026

হাসপাতাল থেকে হস্টেলে দুর্গাপুরের নির্যাতিতা, সঙ্গে থাকলেন মা

Date:

Share post:

শুক্রবার চিকিৎসকদের পর্যালোচনার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল দুর্গাপুরের নির্যাতিতা ডাক্তারি পড়ুয়াকে। তাঁকে নিয়ে যাওয়া হয় তাঁর কলেজের হস্টেলে। সঙ্গে যান তাঁর মা। অন্যদিকে গ্রেফতার পাঁচ অভিযুক্ত ও নির্যাতিতার (rape victim) সহপাঠীকে জিজ্ঞাসাবাদের পরে নতুন করে পরাণগঞ্জের জঙ্গল থেকে নতুন করে নমুনা সংগ্রহ করে ফরেনসিক বিশেষজ্ঞরা (forensic team)।

গত সপ্তাহের শুক্রবার রাতে দুর্গাপুরের (Durgapur) বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়া গণধর্ষিতা হন বলে অভিযোগ। শনিবার পুলিশে অভিযোগ দায়েরের পরই নির্যাতিতা তরুণীকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তদন্তে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার থেকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয় নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলিকে। এরপর বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ চালানোর পরে জঙ্গলের (place of occurrence) আরও ৫০ মিটার বেশি ঘিরে ফেলে পুলিশ। শুক্রবার ফের সেখানে যান ফরেনসিক বিশেষজ্ঞরা। সংগ্রহ করা হয় বেশ কিছু এলাকার মাটি। বুধবার ওয়াসেফের গ্রেফতারির পরে নির্যাতিতার বাবাও তাকে অভিযুক্ত বলে দাবি করেন।

আরও পড়ুন: দুর্গাপুর ধর্ষণকাণ্ডে ঘটনাস্থল থেকে মিলল কন্ডোম! ধৃত সহপাঠীর বয়ানে বাড়ছে ধোঁয়াশা 

অন্যদিকে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রবার হাসপাতালের তরফে বিবৃতি জারি করে ছুটি দেয় নির্যাতিতাকে। জানানো হয়, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মেনে নির্যাতিতার শারীরিক ও মানসিক দিক বিবেচনা করে তাকে ছুটি দেওয়া হয়। তাঁর শারীরিক ও মানসিক অবস্থার উপর নজর রাখা হবে হস্টেলেও। হস্টেলে তাঁর মাকেও নির্যাতিতার সঙ্গে রাখা হয়েছে।

spot_img

Related articles

আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত কে করবে: সুপ্রিম কোর্ট দ্বিধাবিভক্ত

সরকারি আধিকারিকদের জন্য দুর্নীতি বিরোধী আইনের ধারার বৈধতা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারল না দেশের শীর্ষ আদালত। দেশের একজন...

SIR-এর কাজের চাপেই মৃত্যু বিএলও-র! নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে ক্ষোভ

গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার এল সেই দুঃসংবাদ। মৃত্যু হল জলপাইগুড়ির...

ভারতের ‘জমির’ উপর দিয়ে চিনের রাস্তাঘাট: PoK হাতছাড়া, স্বীকার বিদেশ মন্ত্রকের

গোটা বিশ্বে যখন রাশিয়া-চিন জোটের দিকে না, আমেরিকার দিকে শক্তির পাল্লা ভারি, তা নিয়ে লড়াই চলছে, তখন আরও...

অনিকেতের টাকা তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ অভয়ার বাবা-মায়ের!

অভয়ার বাবা-মার এবার বিস্ফোরক অভিযোগ আরজি কর আন্দোলনের নেতা অনিকেত মাহাতোকে নিয়ে। "ব্যক্তিগতভাবে আমার মেয়ের নামে টাকা চাইবে...