চিন্তা শান্ত না হওয়া পর্যন্ত দৌড়ও: ফের জিমের ছবি পোস্ট করে বার্তা অভিষেকের

Date:

Share post:

অনেক বছর আগেই মেদ ঝরিয়ে ছিপছিপে চেহারা করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)। কিছুদিন আগে নিজের ওয়ার্কআউটের ছবি পোস্ট করে সেই রহস্যফাঁসও করেছেন তিনি। দীপাবলির আগে ফের জিমের ছবি পোস্ট করে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

শনিবার, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে জিমের পোশাকে পায়ের ছবি পোস্ট করেছেন অভিষেক (Abishek Banerjee)। লিখেছেন, ”Run until your thoughts get quite”, অর্থাৎ ”তোমার চিন্তা শান্ত না হওয়া পর্যন্ত দৌড়ও”।

আগে মেদ ঝরিয়ে ছিপছিপে চেহারা করেছেন অভিষেক। তার সিক্রেট কী? সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে রসিকতা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উত্তর, ”রোজ লোকেদের এত গালমন্দ খাই- ওটাই ডায়েট।” ২১, ২০২৪- বাংলায় নির্বাচনের আগে পাহাড় থেকে সাগর- চষে বেরিয়েছেন। ২০২৬-এর লড়াইয়ের জন্য নিজেকে মানসিক ও শারীরিকভাবে আরও শক্তিশালী করে তৈরি করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অন্তত তাঁর ইন্সটাগ্রাম স্টোরির ছবি দেখে সেটা মনে হচ্ছে। জিম ঘাম ঝরাচ্ছেন। সেই ছবিই পোস্ট করছেন অভিষেক। ইতিমধ্যেই বাংলাবিরোধী কুৎসাকারীদের জবাব দিতে ডিজিটাল মাধ্যমে তৈরি করেছেন, ”আমি বাংলার ডিজিটাল যোদ্ধা”। শুরু পর থেকে স্যোশাল মিডিয়াতে বিপুল সাড়া ফেলেছে।

এর আগে অভিষেকের জিম (Gym) করার আরও একটি ছবি প্রকাশ্যে আসে। সেটা আসতেই ভাইরাল। এই ছবিতে অভিষেকে লিখেছেন, Run until your thoughts get quite”, অর্থাৎ ”তোমার চিন্তা শান্ত না হওয়া পর্যন্ত দৌড়ও”। হয়ত তিনি বোঝাতে চেয়েছেন, লক্ষ্যে পৌঁছন না পর্যন্ত দৌড়ও। কারণ লক্ষ্যে পৌঁছলে তবেই তো চিন্তা মুক্তি ঘটবে। রাজনৈতিক মহলের মতে, এই ছবি পোস্ট করে দলীয় নেতা-কর্মীদের লক্ষ্যে পৌঁছতে ছোটার বার্তা দিলেন তৃণমূলের সেনাপতি!

spot_img

Related articles

চন্দননগর নয়! কোথা থেকে সূচনা বাংলায় জগদ্ধাত্রী পুজোর? জানুন ইতিহাস 

জগদ্ধাত্রী পুজোর নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে গঙ্গাপাড়ের শহর চন্দননগরের ছবি—চোখধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল প্রতিমা আর অসংখ্য দর্শনার্থীর...

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, কোন অঙ্কে বিশ্বকাপের সেমিতে ভারত?

ভাইফোঁটার দিনেই মহিলাদের একদিনের বিশ্বকাপে(ICC Women World cup) সেমিফাইনালে স্থান নিশ্চিত করল ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...

সিরিজ হারের দিনেই বিরাট প্রশ্ন কোহলির ভবিষ্যৎ নিয়েও

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়একদিনের ম্যাচে হারতে হয়েছে ভারতীয় দলকে(India Team)। সেই সঙ্গে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে...