কালীপুজো ও দীপাবলির দু’দিন আগে থেকেই কলকাতার বাতাসের মান খারাপ হচ্ছে। শনিবার থেকে নিম্নমুখী বাতাসের কারণে শহরের বিভিন্ন এলাকায় বায়ুর গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। দক্ষিণ ও উত্তর কলকাতার কিছু এলাকায় একিউআই প্রায় ২৫০-র কাছাকাছি পৌঁছেছে, যা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর হিসেবে ধরা হয়।

যাদবপুরের স্বয়ংক্রিয় বায়ু পর্যবেক্ষণ কেন্দ্রে শনিবার বিকেলে একিউআই ছিল ২৪২, আর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে তা ২৫২। শুক্রবার বিকেলে এই দুটি এলাকায় একিউআই যথাক্রমে ১৭৯ এবং ১৮৫ ছিল। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা বিদায়ের পর বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ভাসমান ধূলিকণার স্তর নিচে নেমে এসেছে। তার সঙ্গে আতশবাজি ও বাজির ধোঁয়া যুক্ত হয়ে দূষণের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে।

রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে শহরবাসীর প্রতি আবেদন জানানো হয়েছে, আতশবাজি পোড়ানোর সময় প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করুন। বিশেষ দল কালীপুজোর দিনে ২৪ ঘণ্টা নজরদারি চালাবে। এছাড়া আতশবাজি সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য পর্ষদের কন্ট্রোল রুম সারাদিন খোলা থাকবে। শহরের প্রশাসন সতর্ক করেছেন, উৎসবের আনন্দ উপভোগের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার দিকে সবাই নজর রাখবেন।

আরও পড়ুন- কালীপুজোতে কলকাতার রাস্তায় কড়া নিরাপত্তা! মোতায়েন ৫ হাজার পুলিশ

_

_

_

_

_

_
_