Sunday, November 16, 2025

অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হার, গিলের নিশানায় ব্যর্থ রোহিত-বিরাট!

Date:

একদিনের অধিনায়কত্বের সূচনাটাও ভালোভাবে হল না শুভমান গিলের(Shubhaman Gill)। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৭ উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া। হারের সঙ্গে একরাশ উদ্বেগও টিম ইন্ডিয়াকে ঘিরে।

টসে হেরে এদিন পারথে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত। মেঘলা আকাশে পারথের গতিময় পিচে ভয়ঙ্কর হয়ে ওঠেন মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউডরা। প্রত্যাবর্তনের ম্যাচে চূড়ান্ত ফ্লপ বিরাট কোহলি-রোহিত শর্মা। রান পেলেনও গিলও। অল্প রানের পুঁজি নিয়ে দলকে জেতাতে বলে জ্বলে  উঠতে হত বোলারদের। সেটাও পারলেন না ভারতীয় বোলাররা।

বৃষ্টির জন্য ম্যাচ হল ২৬ ওভারের। ৫০০তম আন্তজার্তিক ম্যাচে কিন্তু ১৪ বলে ৮ রান করেই হ্যাজেলউডের  বলে   আট হলেন রোহিত। অন্যদিকে ৮ বলে খেলে রানের খাতা খোলার আগে স্টার্কের বলে ফিরলেন কোহলি।মাত্র ১০ রান করে নাথান এলিসের বলে আউট  গিল। শ্রেয়স ও অক্ষর ৩১ এবং ৩৮ রান করেন । একদিনের অভিষেকে ১৯ রান করলেন রেড্ডি। ভারতের রান দাঁড়ায় ৯ উইকেট হারিয়ে ১৩৬।

ডিআরএসের জন্য সেটা আবার কমে হয় ১৩০। অর্থাৎ ২৬ ওভারে অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল ১৩১। জবাবে শুরুতেই ট্র্যাভিস হেডকে ফিরিয়ে কিছুটা আশা জাগিয়েছিলেন অর্শদীপ। এরপর ম্যাথু শর্টকে আউট করেন অক্ষর। কিন্তু ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় অজিরা। সিরিজে ১-০ ফলে এগিয়ে গেল তারা।  ম্যাচ হারের পর অধিনায়ক পরোক্ষে নিশানা করলেন দুই মহারথীকেই।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলকে জবাব দিতে চিংড়ি সেলিব্রেশন, মোহনবাগানে কবে হবে শিল্ড জয়ের উৎসব?

গিল বলে দিলেন,  ‘‘পাওয়ার প্লেতে তিন উইকেট হারালে পরিস্থিতি কঠিন হয়ে যায়। তখন ধরে খেলা ছাড়া উপায় থাকে না। আমাদেরও সেটাই করতে হয়েছে। পর্যাপ্ত রান তুলতে পারিনি আমরা। তবে এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখলাম। কিছু ইতিবাচক দিকও রয়েছে।’’

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version