Sunday, November 16, 2025

বাঙালি পরিযায়ী শ্রমিকের দেহ ওড়িশার কুয়োয়! তদন্তে কটকে রাজ্য পুলিশ

Date:

বাংলার পরিযায়ী শ্রমিকদের যে ওড়িশায় চরম হিংসার শিকার হতে হয়েছে সাম্প্রতিক সময়ে, তার চরম উদাহরণ মিলল এবার। উৎসবের মরশুমে বাড়ি ফিরতে গিয়েও প্রাণ হারাতে হল বাংলার পরিযায়ী শ্রমিককে (Migrant labour))। কারণ, দুর্ভাগ্যক্রমে তাঁর ট্রেনটি ওড়িশার (Odisha) উপর দিয়ে আসছিল। এই পরিস্থিতিতে কটকের (Cuttack) কাছে একটি কুয়ো থেকে পাওয়া পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধারের পরেই বাংলার পুলিশ সেখানে পৌঁছোয় তদন্তে।

পুরুলিয়ার (Purulia) মানবাজারের বাসিন্দা রমেশ মাঝি দীর্ঘদিন ধরে গোয়ায় (Goa) পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন। সেখানে ঠিকাদারি সংস্থার অধীনে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। কালীপুজো, দিওয়ালি ও ভাইফোঁটা উপলক্ষ্যে গোয়া থেকে ট্রেনে বাড়ি ফিরছিলেন তিনি। সোমবার সেই ট্রেন ওড়িশায় ঢোকার পরে আচমকাই কিছু যুবক তার উপর চড়াও হয়। তার ব্যাগ পরীক্ষা করার দাবি করে।

আরও পড়ুন: গুজরাটে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু নদিয়ার পরিযায়ী শ্রমিকের 

রমেশের পরিবারের দাবি, সোমবার ট্রেন থেকে সে ফোন করেছিল। জানিয়েছিল, ওড়িশার (Odisha) কিছু যুবক তার ব্যাগ তল্লাশি শুরু করে। এরপর তার সঙ্গে আর কোনওভাবেই যোগাযোগ করতে পারেনি তার পরিবার। শনিবার কটকের কাছে সারানপুর এলাকায় একটি মন্দিরের পাশে একটি কুয়ো থেকে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার করা হয়। সেই দেহের সঙ্গে থাকা সামগ্রী মিলিয়ে নিখোঁজ পরিযায়ী শ্রমিক রমেশের খোঁজ পাওয়া যায়। এরপরই কীভাবে ট্রেন থেকে এই পরিণতি হল তার, তারই তদন্তে কটকে রওনা দেয় পুরুলিয়ার পুলিশ (Purulia police)।

Related articles

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...
Exit mobile version