একদিনের নোটিশে দিল্লি তলব! নির্বাচন কমিশনের বৈঠকে রাজ্যের CEO-রা

Date:

Share post:

বাংলায় দিল্লির নির্বাচনী আধিকারিকরা সফর শেষ করার পরই দেশজুড়ে এসআইআর চালু করার পদ্ধতি শুরু হতে পারে, এমনটা আশঙ্কা ছিল। কার্যত এবার সেই সম্ভাবনা সত্যি হতে চলেছে, যার প্রমাণ মিলল মঙ্গলবার নির্বাচন কমিশনের (Election Commission) জরুরি চিঠিতে। সব রাজ্যের নির্বাচনী আধিকারিকদের (CEO) দুদিনের বৈঠকে ডাকা হল বুধ ও বৃহস্পতিবার। সম্ভাবনা তৈরি হল বৈঠকের পর দেশ জুড়ে এসআইআর (SIR) ঘোষণার।

দুসপ্তাহ আগেই বাংলায় এসেছিলেন উপ-নির্বাচনী আধিকারিক (Deputy Election Commissioner) জ্ঞানের ভারতী। এর পরই বাংলায় নতুন করে দুজন এসআইআর আধিকারিক নিয়োগ করা হয়। দায়িত্ব পেয়েছেন বাংলার দুই আইএএস (IAS) আধিকারিক অরুন প্রসাদ এবং হরিশংকর পানিকর। তবে অন্যান্য রাজ্যে এখনও এসআইআর নিয়ে তেমন তৎপরতা শুরু হয়নি। যদিও মাসখানেক আগেই সব রাজ্যের আধিকারিকদের নিয়ে একপ্রস্থ বৈঠক সেরেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)।

এবার বৈঠক ডাকা হল জরুরী ভিত্তিতে। মঙ্গলবারই সব রাজ্যের (all states) নির্বাচনী আধিকারিকদের (CEO) কাছে চিঠি পৌঁছয় বুধ ও বৃহস্পতিবারের দুদিনের বৈঠকে যোগ দেওয়ার জন্য। এই বৈঠকে থাকবেন আরও কিছু আধিকারিক। মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার নিজেই এই বৈঠক পরিচালনা করবেন। বিভিন্ন রাজ্যের ভোটার তালিকা সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট নেওয়ার পাশাপাশি দেওয়া হবে এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশ।

আরও পড়ুন: ভোটার তালিকার বিশেষ সংশোধনী অভিযান ঘিরে দুই দিনের বৈঠক দিল্লিতে 

বিহার বিধানসভা নির্বাচনের পরে গুরুত্বপূর্ণ নির্বাচন বাংলার বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রে বাংলায় কমিশনের তৎপরতা বেশি থাকলেও গোটা দেশের এসআইআর নিয়েই চিন্তা ভাবনা করছেন নির্বাচন কমিশন। বাংলায় ইতিমধ্যেই ভোটার তালিকায় (voter list) বর্তমান ভোটারদের ম্যাপিং-এর (voter mapping) কাজ অনেকটা হয়ে গিয়েছে, বলে দাবি করেন বাংলার নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সে ক্ষেত্রে গোটা দেশে একসঙ্গে, না শুধু বাংলাতেই এসআইআর চালু হবে পুজোর পরে, তা স্পষ্ট হবে দুদিনের বৈঠকের পরে।

spot_img

Related articles

কাটল জট: বিহারের ভোটে তেজস্বীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা মহাগঠবন্ধনের

অবশেষে কাটল জট। বিহারের (Bihar) আসন্ন বিধানসভা নির্বাচনে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আরজেডি নেতা তেজস্বী যাদবকেই (Tejaswi Yadav)...

দুর্গাপুর কাণ্ডে নজরে ‘মাস্টারমাইন্ড;! আদালতে বিস্ফোরক নির্যাতিতার আইনজীবী

দুর্গাপুর মেডিক্যাল(Durgapur medical) পড়ুয়াকে ধর্ষণের ঘটনা নিয়ে নির্যাতিতার আইনজীবী এবার বিস্ফোরক দাবি করলেন। তিনি জানান, ‘ধর্ষণের ঘটনা পূর্ব...

চিকিৎসক পরিচয় দিয়ে SSKM-এ নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ, জালে অভিযুক্ত

হাসপাতালে (Hospital) নাবালিকা (Minor Girl) রোগিণীকে চিকিৎসক পরিচয় দিয়ে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ (Police)...

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১২ ইঞ্জিন

বৃহস্পতিবার বেলা সোয়া এগারোটা নাগাদ মায়ানগরীতে অগ্নিকাণ্ড,যোগেশ্বরী ওয়েস্টের (Yogeswari west) এসভি রোডে অবস্থিত জেএমএস বিজনেস সেন্টারে (JMS Business...