Friday, November 14, 2025

কেরলে রাষ্ট্রপতির অবতরণের পর বিপত্তি: কপ্টার দাঁড়িয়ে থাকা অবস্থায় বসে গেল হেলিপ্যাড

Date:

কোনওক্রমে দুর্ঘটনা এড়ালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেরলে তাঁর হেলিকপ্টার নামার পরই বিপদের মুখে পড়ল। গোটা হেলিপ্যাডেরই (helipad) একটি অংশ বসে গেল। আর তাতেই বসে গেল হেলিকপ্টারের চাকাও। বিমানকর্মী ও সেনাবাহিনী কোনওক্রমে ঠেলে হেলিকপ্টারটিকে (helicopter) নিরাপদ স্থানে সরাতে সক্ষম। যদিও রাষ্ট্রপতি (President Draupadi Murmu) আগের দিনই হেলিকপ্টার থেকে নেমে যাওয়া তাঁর কোনও ক্ষতি হয়নি।

মঙ্গলবারই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শবরীমালা (Sabarimala) দর্শনে পৌঁছান কেরালা। প্রমদমে (Pramadam) রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়াম (Rajiv Gandhi Indoor Stadium) লাগোয়া জমিতে তৈরি করা অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে তাঁর হেলিকপ্টার। রাষ্ট্রপতি অবতরণ করে গাড়িতে পম্বা রোড ধরে গাড়িতে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। এরপর বুধবার সকালে ঘটে বিপত্তি।

হেলিপ্যাডের (helipad) টারম্যাকের (tarmac) কিছুটা অংশ বসে যায়। তাতে আটকে যায় কপ্টারের চাকা। ঘটনাস্থলে মোতায়েন কেরল পুলিশ, ভারতীয় সেনা জওয়ান ও দমকল বিভাগের কর্মীরা কপ্টারের চাকা তোলার কাজ শুরু করেন। রীতিমত ঠেলে কপ্টার (helicopter) সরানোর কাজ করতে দেখা যায় তাঁদের। গায়ের জোরে সরিয়েই নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় কপ্টারটিকে।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে বিপজ্জনক রকেটের লড়াই, আহত ৩৫

জেলা প্রশাসনের দাবি, অত্যন্ত দ্রুততার সঙ্গে এই হেলিপ্যাড তৈরির কাজ করা হয়েছে। কংক্রিটের টারম্যাক ভিতর থেকে নরম থাকার কারণে বিপত্তি হয়। মঙ্গলবার চারদিনের কেরল সফরে পৌঁছন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version