Saturday, December 13, 2025

দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাসে আগুন! হতাহতের খবর নেই

Date:

Share post:

দ্বিতীয় হুগলি সেতুর উপর চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বুধবার সকালে। দমকলের দুটি ইঞ্জিন (fire tender) ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ সেতুর উপর যান চলাচল বিঘ্নিত হয়। বেসরকারি বাসটির (private bus) যাত্রী থেকে চালক-খালাসি কেউ ঘটনায় আহত হননি।

হাওড়ার আমতা থেকে ধর্মতলাগামী একটি বেসরকারি বাস দ্বিতীয় হুগলি সেতুর (Second Hooghly Bridge) উপর ধর্মতলা যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে বুধবার সকাল ৭টা নাগাদ। ধর্মতলা (Dharmatala) নামার মুখে বাসটিতে আচমকাই আগুন লেগে যায়। আমতা থেকে বাসে ওঠা যাত্রীদের দাবি, বাসটি চলতে শুরু করার পর থেকেই একটা গন্ধ বেরোচ্ছিল। দ্বিতীয় হুগলি সেতুর উপর ওঠার পর ইঞ্জিন থেকে আগুনের ফুলকি বেরোতে দেখা যায়। তখনই বাস থামিয়ে দেন চালক।

চালকের তৎপরতায় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। ততক্ষণে একদিকে বাসের ইঞ্জিনের আগুন বেড়ে যায়। গোটা বাস (private bus) দাউদাউ করে জ্বলতে থাকে। অন্যদিকে ফুল তেলের ট্যাঙ্কার থেকে সেতুর উপর তেল পড়তে থাকে দ্রুত হারে। আগুন সেতুর উপর সেই তেলেও লেগে যায়। যার জেরে কলকাতাগামী যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: রাজ্যে আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা গড়ে তুলতে মাস্টার প্ল্যান

ঘটনার খবর পেয়েই হেস্টিংস থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে। দমকলের অনুমান, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। যদিও তদন্তের পরই আসল কারণ জানা যাবে। প্রায় পৌনে এক ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয় দ্বিতীয় হুগলি সেতুর কলকাতাগামী পথে।

spot_img

Related articles

চাপের মধ্যে BLO-র দায়িত্ব: এবার শিক্ষকদের শিক্ষকতায় ফেরার বার্তা ব্রাত্যর

শুক্রবারও রাজ্যের শিক্ষকদের একটি শ্রেণি যাঁরা বিএলও-র দায়িত্ব সামলাচ্ছেন, তাঁরা প্রতিবাদ করেন নির্বাচনে কমিশনের (Election Commission) চাপানো কাজের...

‘জেলখাটা’ তকমা নয়, নাগরিক অধিকার ওদেরও আছে: বিশেষ স্ক্রিনিং জেলবন্দিদের নিয়ে তথ্যচিত্রের

অপরাধী আর নিরপরাধ। প্রমাণ করতেই বহু মানুষের জীবনের অমূল্য বহু সময় কেটে যায় গারদের ওপারে। এপারে বসে অপেক্ষা...

টার্গেট মতুয়া ভোট! রাজ্যে আরও সাত সভা মোদির, শুরুতেই নদিয়া

রাজ্যে এসআইআর করে মতুয়া বাসিন্দাদের সবথেকে বেশি বিপদে ফেলার চেষ্টা চালিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার। তবে...

ফর্ম ডিজিটাইজেশন মাত্র ৭৫ শতাংশের কাছে বহু জেলা: বয়সকে অসংগতি ধরছে কমিশন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যে ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ ৯৯.৯৬ শতাংশ সম্পূর্ণ হয়েছে। অথচ কমিশনের তথ্যে স্পষ্ট, একাধিক...