Saturday, November 15, 2025

৩০ বছর পর ফিরল দৃষ্টি! চোখে ইমপ্লান্ট বসানোয় সফল ট্রায়াল

Date:

তিন দশক আগে হারিয়েছিলেন দৃষ্টিশক্তি। কিন্তু চিকিৎসা বিজ্ঞানে নতুন প্রযুক্তির কল্যাণে আবার ফিরে পেলেন সেই দৃষ্টি। ক্যালিফোর্নিয়ার বায়োটেক সংস্থা তৈরি করেছে ‘Prima’ নামের এক ইলেকট্রনিক ইমপ্লান্ট। যা চোখে বসানোর পর ৩০ বছর পর আবার দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের উইল্টশায়ারের বাসিন্দা শীলা।

‘New England Journal of Medicine’-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ইউরোপের পাঁচটি দেশের ৩৮ জন রোগীকে নিয়ে করা পরীক্ষা করা হয়েছিল। ৩২ জনের চোখে ইমপ্লান্ট বসানো হয়েছিল, তাঁদের ২৭ জন দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। ব্যবহার করে পড়তে সক্ষম হয়েছেন। এক বছরের মধ্যেই চোখের পরীক্ষায় গড়পড়তা ২৫ অক্ষর বা পাঁচ লাইন করে বেশি পড়ার তারতম্য লক্ষ করা গিয়েছে। শীলার ক্ষেত্রে উন্নতি আরও তাৎপর্যপূর্ণ। আগে একেবারেই পড়তে না পারা শীলা এখন বই, চিঠি এমনকি সডোকুও পড়ছেন প্রতিদিন। মুরফিল্ডস আই হাসপাতালে পরীক্ষা চলাকালীন কোনও অক্ষরে ভুল করেননি তিনি। আরও পড়ুন : দুর্গাপুর-কাণ্ডে এবার টিআই প্যারেড, গোপন জবানবন্দি ২ অভিযুক্তর

চিকিৎসকদের দাবি, রেটিনার উপর বসানো এই চিপ চশমার সঙ্গে যুক্ত ক্যামেরার মাধ্যমে ছবি নিয়ে তা রূপান্তর করে মস্তিষ্কে পাঠায়। তবে optic nerve ক্ষতিগ্রস্ত হলে এই প্রযুক্তি কাজ করবে না। ‘Prima’ ইমপ্লান্ট এখনও লাইসেন্সপ্রাপ্ত নয়, অর্থাৎ এটি শুধুমাত্র পরীক্ষামূলক পর্যায়েই ব্যবহৃত হচ্ছে। তবে চিকিৎসকদের আশা, আগামী কয়েক বছরের মধ্যে এটি NHS-এর অধীনে কিছু রোগীর জন্য উপলব্ধ হতে পারে। Macular Society-এর গবেষণা পরিচালক ড. পিটার ব্লুমফিল্ড জানিয়েছেন, “যাঁদের এতদিন কোনও চিকিৎসা ছিল না, তাঁদের জন্য সত্যিই এটি খুব কার্যকারী।”

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version