Thursday, November 13, 2025

বৃষ্টির ভ্রুকুটি কাটছে না বঙ্গে! শুক্রবার থেকে বদলাবে আবহাওয়া

Date:

বর্ষা বিদায় নিলেও বৃষ্টির ভ্রুকুটি কাটছে না বঙ্গে। এখন শুষ্ক আবহাওয়া (Weather) থাকলেও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের (Bay of Bangal) সুস্পষ্ট নিম্নচাপ গতি পরিবর্তন করে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। ফলে শুক্রবার থেকে বদলাবে আবহাওয়া। পাশাপাশি, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে (North Bangal)।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে। যার জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড়-বৃষ্টির (Rain Storm) পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবী ও পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ গতি পরিবর্তন করে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ১২ ঘণ্টায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে এর গতি কম থাকায় বাংলায় কোনও প্রভাব পড়বে না।

সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শুক্রবার থেকে পার্বত্য এলাকায় আকাশ মেঘলা, বজ্রবিদ্যুৎ-সহ (Thunder storm) হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার জেলায় বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস। শনি থেকে সোমবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে শুক্রবার দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির (Rain) সম্ভাবনা থাকবে।

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই পূর্বাভাস।

Related articles

SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা! শ্যামলকুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু

নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণপুর মণ্ডলপাড়ায় ক’দিন আগেই এসআইআর-আতঙ্কে মৃত্যু হয় সত্তরোর্ধ্ব শ্যামলকুমার সাহার। বৃহস্পতিবার মৃত শ্যামল সাহার বাড়িতে যান...

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...
Exit mobile version