Friday, November 14, 2025

SIR-এ ভিন রাজ্যে থেকেও নাম তোলা যাবে: পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুবিধা!

Date:

গোটা দেশের বিরোধী দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়ে ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া দেশ জুড়ে চালু করার আগে সতর্ক পদক্ষেপ নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। এসআইআর-এ বড় প্রশ্ন বারবার উঠেছে পরিযায়ী শ্রমিকদের (migrant labour) নিয়ে। এবার পরিযায়ী শ্রমিকদের জন্য ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন। এসআইআর শুরু হলে এবার আর নিজের রাজ্যে ফিরে এসে নাম তুলতে হবে না পরিযায়ী শ্রমিকদের। নিজেদের কর্মস্থল রাজ্য থেকেই অনলাইনে (online) নাম নথিভুক্ত করতে পারবেন তাঁরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়া চালু হলে ভিন্ন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা অনলাইনে ইনিউমেরেশন (enumeration form) ফর্ম পূরণ করতে পারবেন বা জমা দিতে পারবেন। এর জন্য সেই রাজ্যগুলিতেই স্থানীয় সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন (advertisement) প্রকাশ করা হবে। রাজ্য সিইও দফতর (CEO, West Bengal) সূত্রে খবর, প্রথমবার এই বিশেষ অনলাইন ব্যবস্থাপনা চালু করতে চলেছে নির্বাচন কমিশন।

পরিযায়ী শ্রমিকদের সুবিধার কথা মাথায় রেখে রবিবারও খোলা থাকবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সূত্রের খবর, রাজ্যজুড়ে এসআইআর প্রস্তুতি তৎপরতার সঙ্গে এগোচ্ছে। এরপরে গোটা দেশেই এই প্রক্রিয়া চালু করার পথে কমিশন। সেক্ষেত্রে বিহার নির্বাচনের এসআইআর-এ (Bihar SIR) যে সুবিধা পাওয়া যায়নি, তা শুরু করার চেষ্টায় নির্বাচন কমিশন (Election Commission)।

আরও পড়ুন: দুর্গাপুর কাণ্ডে নজরে ‘মাস্টারমাইন্ড;! আদালতে বিস্ফোরক নির্যাতিতার আইনজীবী

পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ নিয়ে পদক্ষেপের পাশাপাশি এসআইআর চলাকালীন রাজ্যজুড়ে হেল্পডেস্ক (help desk) চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (CEO, West Bengal)। প্রতিটি জেলাভিত্তিক হেল্পডেস্ক গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে সংশোধন সংক্রান্ত তথ্য ও সহায়তা পেতে পারেন। জানা গিয়েছে, জেলা নির্বাচনী আধিকারিকের দফতর ছাড়াও প্রতিটি ইআরও (সাবডিভিশনাল অফিসার) এবং এইআরও (বিডিও) দফতরে হেল্পডেস্ক খোলা হবে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন ভোটারদের আবেদন, আপত্তি ও সংশোধন সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে এবং প্রয়োজনীয় দিশা দিতে এই হেল্পডেস্কগুলি সক্রিয় থাকবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই উদ্যোগের মূল লক্ষ্য হল ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ ও মানুষের নাগালের মধ্যে আনা।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version