গোটা দেশের বিরোধী দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়ে ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া দেশ জুড়ে চালু করার আগে সতর্ক পদক্ষেপ নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। এসআইআর-এ বড় প্রশ্ন বারবার উঠেছে পরিযায়ী শ্রমিকদের (migrant labour) নিয়ে। এবার পরিযায়ী শ্রমিকদের জন্য ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন। এসআইআর শুরু হলে এবার আর নিজের রাজ্যে ফিরে এসে নাম তুলতে হবে না পরিযায়ী শ্রমিকদের। নিজেদের কর্মস্থল রাজ্য থেকেই অনলাইনে (online) নাম নথিভুক্ত করতে পারবেন তাঁরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়া চালু হলে ভিন্ন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা অনলাইনে ইনিউমেরেশন (enumeration form) ফর্ম পূরণ করতে পারবেন বা জমা দিতে পারবেন। এর জন্য সেই রাজ্যগুলিতেই স্থানীয় সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন (advertisement) প্রকাশ করা হবে। রাজ্য সিইও দফতর (CEO, West Bengal) সূত্রে খবর, প্রথমবার এই বিশেষ অনলাইন ব্যবস্থাপনা চালু করতে চলেছে নির্বাচন কমিশন।
পরিযায়ী শ্রমিকদের সুবিধার কথা মাথায় রেখে রবিবারও খোলা থাকবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সূত্রের খবর, রাজ্যজুড়ে এসআইআর প্রস্তুতি তৎপরতার সঙ্গে এগোচ্ছে। এরপরে গোটা দেশেই এই প্রক্রিয়া চালু করার পথে কমিশন। সেক্ষেত্রে বিহার নির্বাচনের এসআইআর-এ (Bihar SIR) যে সুবিধা পাওয়া যায়নি, তা শুরু করার চেষ্টায় নির্বাচন কমিশন (Election Commission)।
আরও পড়ুন: দুর্গাপুর কাণ্ডে নজরে ‘মাস্টারমাইন্ড;! আদালতে বিস্ফোরক নির্যাতিতার আইনজীবী
পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ নিয়ে পদক্ষেপের পাশাপাশি এসআইআর চলাকালীন রাজ্যজুড়ে হেল্পডেস্ক (help desk) চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (CEO, West Bengal)। প্রতিটি জেলাভিত্তিক হেল্পডেস্ক গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে সংশোধন সংক্রান্ত তথ্য ও সহায়তা পেতে পারেন। জানা গিয়েছে, জেলা নির্বাচনী আধিকারিকের দফতর ছাড়াও প্রতিটি ইআরও (সাবডিভিশনাল অফিসার) এবং এইআরও (বিডিও) দফতরে হেল্পডেস্ক খোলা হবে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন ভোটারদের আবেদন, আপত্তি ও সংশোধন সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে এবং প্রয়োজনীয় দিশা দিতে এই হেল্পডেস্কগুলি সক্রিয় থাকবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই উদ্যোগের মূল লক্ষ্য হল ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ ও মানুষের নাগালের মধ্যে আনা।
–
–
–
–
–
