Sunday, November 16, 2025

বিজেপির ত্রিপুরায় ‘বহিরাগত’ই বিধায়ক: অনুপ্রবেশ-আন্দোলনের নেতাই বাংলাদেশি!

Date:

বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে বিজেপির মদতে একাধিক বিজেপি রাজ্যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সম্প্রতি এই ধরনের আন্দোলনে সরব হয়েছে ত্রিপুরা (Tripura)। কিন্তু আন্দোলন কাদের বিরুদ্ধে কাদের? উত্তর খুঁজতে গিয়েই চক্ষু চড়কগাছ। বিজেপি শাসিত ত্রিপুরায় যিনি এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তিনি নিজে একজন বাংলাদেশের (Bangladesh) জাতীয় পরিচয়পত্রধারী একজন বাংলাদেশের নাগরিক। আবার তিনিই তিপ্রা মোথার বিধায়ক। বাংলাদেশে জন্ম নেওয়া এই নেতা বাংলাদেশের নাগরিক বলেই দাবি করছে রাজ্যের বাংলাভাষা আন্দোলন কর্মীরা।

বৃহস্পতিবার ত্রিপুরার প্রায় ৪৫ জায়গায় আন্দোলন চালায় তিপ্রা মোথার (Tipra Motha) সদস্যরা। দাবি – বেআইনি অনুপ্রবেশ বন্ধ করতে হবে। এছাড়াও ইনার লাইন পারমিট চালু ও অনুপ্রবেশকারীদের গ্রেফতারির মতো আটটি ইস্যু রয়েছে আন্দোলনের। কিন্তু ভাষা আন্দোলনকর্মীদের দাবি, আন্দোলনের গোড়ায় গলদ। আন্দোলনের মূল পৃষ্ঠপোশক তিপ্রা মোথার বিধায়ক রণজিৎ দেববর্মা (Ranjit Debbarma) বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের জাতীয় নাগরিকত্ব (National ID card) ও জন্ম সংশাপত্র (birth certificate) তুলে ধরে দাবি করা হয় দুটিই বাংলাদেশের (Bangladesh)।

বর্তমানে ত্রিপুরায় তিপ্রা মোথা বিজেপির সহযোগী দল। দলের প্রধান প্রদ্যোৎ দেববর্মা দিল্লি গিয়ে অমিত শাহর (Amit Shah) সঙ্গে চুক্তি করেই প্রায় রাজ্যের শাসনে যোগ দিয়েছেন। তাঁরই দলের বিধায়ক রণজিৎ দেববর্মা। বর্তমানে ত্রিপুরার নিষিদ্ধ সংগঠন টাইগার ফোর্সের (Tiger Force) একসময়ের প্রধান ছিলেন তিনি। তারপর কেন্দ্রের সরকারের থেকে বড় অঙ্কের টাকার প্যাকেজ নিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

বর্তমানে ত্রিপুরার অবস্থা এমনই যেখানে প্রায় প্রতিদিন বেআইনি অনুপ্রবেশকারী ধরা পড়ছে। সেই সব অনুপ্রবেশকারীরা ছড়িয়ে পড়ছে দিল্লি, কলকাতার মতো শহরে, যা একাধিকবার প্রমাণিত হয়েছে। আদতে তা যে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতায় তা বলা বাহুল্য। তবে ত্রিপুরার (Tripura) ক্ষেত্রে দেশের ভিতরে থাকা বাংলাদেশের নাগরিক থেকে নেতা-বিধায়করা সেই অনুপ্রবেশে সহযোগিতা করছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলে দিল রাজ্যের ভাষা আন্দোলনের কর্মীরা।

আরও পড়ুন: বাংলার মানুষের ভোটাধিকার কাড়ার ছক, SIR-এর নামে ছেলেখেলা করছে কমিশন: সুর চড়ালেন সুজন

ভাষা আন্দোলনকর্মীরা সোশ্যাল মিডিয়ায় রণজিৎ দেববর্মার যে বাংলাদেশের নাগরিক প্রমাণপত্র তুলে ধরেছেন তাতে বাংলাদেশের আইডি নম্বরও দেওয়া রয়েছে। আবার যে জন্মশংসাপত্র তুলে ধরা হয়েছে সেখানে ১৯৬৪ সালে তাঁর ঢাকা শহরে জন্ম বলে তুলে ধরা হয়েছে। সেখানেই এই সমালোচকদের দাবি, কীভাবে বাংলাদেশের এক নাগরিক ভারতে বেআইনি অনুপ্রবেশের নেতৃত্ব দেন।

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version