Friday, November 14, 2025

মেঘ ছুঁয়ে সফলতার উড়ান, পুরুলিয়ার ভাস্করের ইন্ডিগো যোগ 

Date:

একেই হয়তো সত্যিই বলে মেঘ ছুঁয়ে স্বপ্ন সফল করা! জেলার মফস্বল থানার চক ঝরিয়া গ্রামের তরুণ ভাস্কর দাসের জীবন এখন যেন রূপকথার মতো। আগামী দেড় মাসের মধ্যেই পুরুলিয়ার এই যুবক যোগ দিতে চলেছেন ইন্ডিগো এয়ারলাইন্সে কমার্শিয়াল পাইলট হিসেবে।

শনিবার সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে ফোনে যখন সুখবরটি পৌঁছয় তার গ্রামে, তখন আনন্দে ফেটে পড়ে গোটা চক ঝরিয়া। প্রতিবেশীরা ছুটে যান ভাস্করের বাড়িতে, বাবা কৈলাস দাস মিষ্টি মুখ করান সকলকে। গ্রামের গর্ব এখন ভাস্কর।

চক ঝরিয়া গ্রামের পাশেই সৈনিক স্কুল। ছোটবেলা থেকেই সেখানে বিমান আর হেলিকপ্টার উঠতে–নামতে দেখেই বেড়ে উঠেছে সে। সেই দৃশ্যই হয়তো অজান্তে উড়ানের স্বপ্ন জাগিয়ে দিয়েছিল তার মনে। বাবা সাধারণ ঠিকাদার, মা গৃহবধূ। তবু ছেলের স্বপ্নে ভরসা রেখে ভর্তি করেছিলেন সৈনিক স্কুলে। দশম শ্রেণি পাশের পর দিল্লি গিয়ে উড়ানের প্রশিক্ষণ শুরু করে ভাস্কর।

দিল্লি থেকেই সুযোগ মেলে বিশ্বের অন্যতম সেরা প্রশিক্ষণ কেন্দ্র, দক্ষিণ আফ্রিকার ‘৪৩ এয়ার স্কুল’-এ পড়ার। দীর্ঘ অধ্যবসায় ও পরিশ্রমের পরে শুক্রবার হাতে আসে সাফল্যের সনদ। ইতিমধ্যে ইন্ডিগো সংস্থা তার সঙ্গে যোগাযোগ করেছে। দেশে ফিরেই পাইলট হিসেবে যোগ দিতে চলেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা থেকে ফোনে ভাস্কর বলেন, “লক্ষ্য স্থির রাখলে সাফল্য আসবেই। বিদেশে পড়ার সামর্থ্য আমাদের পরিবারের ছিল না, কিন্তু ঋণ নিয়ে আমি গিয়েছি। চাই, আমায় দেখে জেলার আরও ছেলেমেয়েরা সাহস পাক।”

বাবা কৈলাস দাসের গলায় গর্বের সুর, “আমরা একেবারে সাধারণ পরিবার। কিন্তু পরিশ্রম আর পরিবেশ ঠিক থাকলে সবই সম্ভব। এখন বাংলায় শান্তির পরিবেশ আছে, শুধু লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়া দরকার।” চক ঝরিয়ার আকাশে আজ তাই যেন ভাস্করের উড়ানের আনন্দে নতুন রঙের ছোঁয়া।

আরও পড়ুন – ডাবল ইঞ্জিনে নেই নারী নিরাপত্তা, বিজেপির অতিসক্রিয় নেতারা এখন কেন চুপ? প্রশ্ন শশীর

_

 

_

 

_

 

_

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version