সরকারি হাসপাতালের নিরাপত্তা-বৈঠকে ভার্চুয়ালি যোগ মুখ্যমন্ত্রীর: একাধিক নির্দেশ

Date:

Share post:

রাজ্যের সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মুখ্যসচিবের ডাকা বৈঠকে রাজ্যের শহর থেকে জেলার স্বাস্থ্য দফতরের আধিকারিক থেকে রাজ্য পুলিশ, প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকরাও যোগ দেন। সেখানেই হাসপাতালের নিরাপত্তার সঙ্গে কোনওভাবেই আপস করা যাবে না, স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। একদিকে বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় যে পদ্ধতি অবলম্বন করা হয়, তা যথাযথ কার্যকরী করার জন্য জোর দেন তিনি। পাশাপাশি নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি রোগীদের সচেতন করা নিয়েও প্রচার চালানোর নির্দেশ দেন তিনি। একদিকে সরকারি হাসপাতালের নিরাপত্তায় কোনও খামতি থাকলে তা অবিলম্বে পূরণ করায় জোর, অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থাও পর্যালোচনার নির্দেশ দেন বৈঠকে মুখ্যমন্ত্রী।

শনিবার নবান্নে মুখ্যসচিবের (Chief Secretary) বৈঠকে সব জেলার সিএমওএইচদের (CMOH) পাশাপাশি জেলাশাসক, পুলিশ সুপাররাও যোগ দেন। যোগ দেন স্বাস্থ্যসচিব থেকে রাজ্য পুলিশের ডিজি (DGP)। হাসপাতালের নিরাপত্তায় রাজ্যের সব দফতরের সমন্বয়ে কাজ করার লক্ষ্যেই ডাকা হয় এই বৈঠক। সেখানেই মুখ্যমন্ত্রী যোগ দিয়ে নির্দেশ দেন হাসপাতালের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে কোনও খামতি মেনে নেওয়া হবে না। বেসরকারি নিরাপত্তা কর্মীদের ক্ষেত্রে বড়সড় নির্দেশ দেন তিনি। পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া প্রাইভেট নিরাপত্তা কর্মীদের (private security guard) হাসপাতালে নিয়োগ করা যাবে না। তারপরেও হাসপাতালের সর্বত্র বেসরকারি নিরাপত্তাকর্মীরা যেতে পারবে না।

নিরাপত্তা কর্মীদের পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীদের জন্যও একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একদিকে চুক্তিভিত্তিক (contractual worker) সব কর্মীদের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করার নির্দেশ দেন। সেই সঙ্গে তাঁদের ডিউটি রোস্টার প্রতিদিন পরীক্ষা করতে হবে। কাজের শুরুতে রোলকলের পাশাপাশি কাজের শেষেও রোলকল (roll call) হবে। সেই সঙ্গে রোস্টার অনুযায়ী তাঁরা প্রত্যেকে নিজেদের জায়গায় কাজ করছেন কি না, তার উপর নজরদারি চালানোর নির্দেশ দেন তিনি। পাশাপাশি জোর দেওয়া হয় চুক্তিভিত্তিক কর্মীদের আচরণে নজরদারির উপরও।

হাসপাতালগুলির নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সিভিক ভলান্টিয়ার (civic volunteer) ও নিচুস্তরের নিরাপত্তা কর্মীদের। তাই এই দুই শ্রেণির কর্মীদের প্রশিক্ষণে জোর দেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়ে স্পষ্ট করে দেন, সব ধরনের কর্মীদের পরিচয়পত্র বহন করা বাধ্যতামূলক। নিচুস্তরের কর্মী থেকে সুপার স্তরের কর্মী পর্যন্ত সকলের পরিচয়পত্র দেখানোর নির্দেশ দেন তিনি।

নজরদারি বাড়াতে যে সব সিসিটিভি বিভিন্ন হাসপাতালে অকোজো হয়ে পড়ে রয়েছে তা দ্রুত মেরামতির নির্দেশ দেন তিনি। সিসিটিভি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, হাসপাতালগুলিতে পর্যাপ্ত সিসিটিভি লাগানো হলেও তার সঠিক রক্ষণাবেক্ষণ হচ্ছে না। সিসিটিভি কার্যকরভাবে মনিটর না হওয়ায় বহু ঘটনা চোখ এড়িয়ে যাচ্ছে। নজরদারির পাশাপাশি সচেতনতাতেও জোর দেন মুখ্যমন্ত্রী। তার জন্য হাসপাতালে আসা রোগী ও রোগী আত্মীয়দের সচেতন করার উপর জোর দেন তিনি। সেক্ষেত্রে হাসপাতালে ক্রমাগত সচেতনতামূলক প্রচারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন: সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক

এছাড়া মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন হাসপাতাল চত্বরে দালালচক্র (tout) ও ভেজাল ওষুধের রমরমা রুখতে। তাঁর নির্দেশ, রোগী ও তাঁদের পরিবারের যেন কোনওভাবেই প্রতারণার শিকার না হতে হয়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আগুন লাগলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য প্রতিটি হাসপাতালের দমকল ব্যবস্থা ও অগ্নিনির্বাপন পরিকাঠামো খতিয়ে দেখার নির্দেশও দেন তিনি।

spot_img

Related articles

এনআরসি-এসআইআরের আতঙ্কে আত্মহত্যা খড়দহের প্রদীপ করের, কেন্দ্রকে দায়ী করলেন ব্রাত্য

কেন্দ্রের একের পর এক বিতর্কিত নীতি যেন সাধারণ মানুষের মনে আতঙ্কের ছায়া ফেলছে। এবার সেই আতঙ্কেই আত্মহত্যার পথ...

ডেম্পোর বিরুদ্ধে মোহনবাগানের ড্র, জমে গেল ডার্বির গুরুত্ব

একটা সময় ডেম্পো মানেই ছিল ইস্টবেঙ্গল-মোহনবাগানের কাছে শক্ত গাঁট। সেই ডেম্পো দুর্বল হয়েছে, কিন্তু  নামের সুনাম বজায় রেখেছে।...

SIR-এর আড়ালে বাংলায় NRC ষড়যন্ত্র: ব্রিগেডেই না কি মেগা সভা করে তীব্র প্রতিবাদ! জোর চর্চা তৃণমূলের অন্দরে

পাখির চোখ ছাব্বিশের নির্বাচন। আর তার আগে বাংলায় SIR। তা নিয়ে সরব রাজ্যের শাসকদল তৃণমূল। সোমবার SIR ঘোষণার...

ভোটে হেরে-আদালতে হেরে বাংলার উপর প্রতিশোধ! বিজেপিকে তুলোধনা অভিষেকের

"ভোটে হেরে, আদালতে হেরে বাংলার ওপর প্রতিশোধ নিচ্ছে বিজেপি”— তীব্র আক্রমণে এইভাবেই সরাসরি অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...