শহরে বসে জৈব সারের তৈরি সবজি খাওয়ার স্বপ্ন এখন বাস্তব। রাজ্য সরকারের উদ্যোগে নিউটাউনে শুরু হয়েছে জৈব হাট, যা পরিচালনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক মাসের চতুর্থ শনিবার নিউটাউনের অ্যাকশন এরিয়া এক-এর বাগজোলা খালের উত্তর পাড়ে যাত্রাগাছিতে তৈরি ছয় তলা ভবনে অনুষ্ঠিত হয় এই হাটের আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু, দোলা সেন, ডঃ সৈকত সাহা, প্রকল্প সহকারী সুদীপ রাহা এবং কৃষি বিশেষজ্ঞ রফিকুল আলম সহ অন্যান্য অতিথিরা।

সভায় প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, “নিউটাউনের মতো এলাকায় এই ধরনের জৈব সারে উৎপন্ন সবজি পাওয়া সত্যিই আশ্চর্যের বিষয়। সুস্থায়ী কৃষি পরিবারকে অনুরোধ করছি, এই ধরনের বিপণী আরও বাড়ানো হোক। সাধারণ মানুষকেও আহ্বান জানাচ্ছি, আসুন এবং দেখুন এখানে কী ধরনের জিনিস বিক্রি হচ্ছে।” দোলা সেন বলেন, “এই হাট থেকে আপনি আপনার সাপ্তাহিক বাজার করতে পারেন। এখানে সবজি, মুদি সামগ্রী, মাছ ও মাংস—সবই সম্পূর্ণ জৈব পদ্ধতিতে উৎপাদিত। কোনও জিনিসের গুণমান নিয়ে সন্দেহ থাকলে ভবনের গবেষণাগারে পরীক্ষা করেও নিতে পারেন।” এই জৈব হাট শহরের মানুষকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবারের সঙ্গে পরিচয় করাচ্ছে। শহরে বসেও লোকেরা এখন সহজে জৈব পদ্ধতিতে উৎপাদিত সবজি এবং অন্যান্য কৃষিপণ্য সংগ্রহ করতে পারছেন।

আরও পড়ুন- মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অগ্রগতি! এক দশকে বাংলার শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন

_

_

_

_

_

_
_
_


