Thursday, January 22, 2026

পুজোর ছবি মুক্তির তরজার জের! বড়দিনে বক্সঅফিসে দেব বনাম উইন্ডোজ লড়াই নয়

Date:

Share post:

চলতি বছরে দুর্গাপুজোতে একই দিনে চারটে বাংলা ছবি মুক্তি (Bengali movie release controversy) পাওয়ার পর সিনেমাহল পাওয়া নিয়ে তরজার স্মৃতি এখনও টাটকা। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আসন্ন বড়দিনে ছবি মুক্তির (Christmas Movie release) ব্যাপারে সতর্ক সিনে নির্মাতা থেকে ডিস্ট্রিবিউটাররা। প্রাথমিকভাবে জানা গেছিল ক্রিসমাসে একই সঙ্গে পাঁচটি বড় ছবি মুক্তি পেতে চলেছে। তালিকায় ছিল, দেব (Dev)ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত ‘প্রজাপতি ২’, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার (Windown Production House) ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’, অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত কোয়েল মল্লিক (Koel Mallick) অভিনীত গোয়েন্দা গল্প ‘মিতিন মাসি’, শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনির ‘বিজয়গড়ের হিরে’ এবং ভেঙ্কটেশ ফিল্মস ও রানা সরকারের যৌথ প্রযোজনায় তৈরি সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’।

তবে রবিবার ইমপার (Indian Motion Picture Producers’ Association)অফিসে বড়দিনের ছবি মুক্তি নিয়ে রাজ্য সরকারের তৈরি করা স্ক্রিনিং কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে এই শীতে তিনটি ছবি ক্রিসমাসে মুক্তি পাবে। বাকি দুটি ছবি আগামী বছর ২৩ জানুয়ারি রিলিজ করবে।

মুম্বইয়ের জ্যামে নাকাল সলমন, পথচারীর বাইকে ছুটলেন শুটিং স্পটে

বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সময় সিনেমা দেখার উন্মাদনা চিরকালীন। আর সেই আবেগকে সঙ্গী করে প্রযোজক পরিচালকরা নিজেদের তুরুপের তাস কাজে লাগাতে চান দুর্গাপুজোর সময়ে। এ বছরের পুজোতে দেব প্রযোজিত ও অভিনীত ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) বেশি শো পাওয়ায় বিতর্ক তৈরি হয়। ক্ষমতার বলে একচ্ছত্র দাপট দেখানোর অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয় লেখালেখি। এরপর জানা যায় বড়দিনেও প্রায় একই কাণ্ড ঘটতে চলেছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায় তার জন্য মিটিং ডাকা হয়। রবিবার ইম্‌পার (IMPPA) অফিসে প্রথম সারির সব প্রযোজক উপস্থিত ছিলেন।

স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত (Piya Sengupta) জানিয়েছেন, “সব রকম দ্বন্দ্ব এড়াতেই সবাই মিলে বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী, এ বছরের শীত পরিচালক অভিজিৎ সেনের ‘প্রজাপতি ২’, অরিন্দম শীলের ‘মিতিন মাসি’ এবং হয় সৃজিতের ‘লহ গৌরাঙ্গ’ নয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘কাকাবাবু’র। অরিত্র মুখোপাধ্যায়ের ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ এ বছর মুক্তি পাচ্ছে না। মুক্তি পাবে না শ্রীকান্ত-মহেন্দ্রর আরও একটি ছবি।” নভেম্বর মাসে আগামী বছরের ছবির তালিকা নিয়ে আরেকটি মিটিং হবে বলেও জানিয়েছেন পিয়া। অর্থাৎ পুজোর পর বড়দিনে দেব (Dev) বনাম উইন্ডোজের লড়াই দেখার সুযোগ পাচ্ছেন না দর্শকরা। সিদ্ধান্ত প্রকাশ্য আসার পর থেকেই বিনোদন জগতে শুরু হয়েছে ফিসফাস। তাহলে কি প্রেক্ষাগৃহ এবং প্রদর্শন সময় বন্টনের বিতর্ক এড়াতেই সব প্রযোজকরা মিলে এমন সিদ্ধান্ত নিলেন নাকি এ নেপথ্যে রয়েছে ব্যবসায়িক হিসেব-নিকেশ? সিনেপ্রেমীরা অবশ্য এই সিদ্ধান্তে খুশি। কারণ একই সময় একাধিক ছবি মুক্তি পেলে ইচ্ছে থাকলেও সব সময় তা দেখা সম্ভব হয় না। সে ক্ষেত্রে যদি বলিউডের মতো টলিউডও (Tollywood) এভাবে বিশেষ বিশেষ দিনগুলোতে বহু প্রতীক্ষিত কিংবা বিগ বাজেট ছবি মুক্তির (Bengali cinema) সিদ্ধান্ত নেয় তাহলে আখেরে সেটা ইন্ডাস্ট্রির জন্য মঙ্গলজনক।

 

spot_img

Related articles

বৃহস্পতিতে বেপাত্তা শীত! সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে উধাও শীতের (Winter Spell) দাপুটে ইনিংস। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে,...

আজ ৪৯-তম কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, অক্ষরের মহোৎসব ঘিরে উন্মাদনা তুঙ্গে

বসন্ত পঞ্চমীর প্রাক-লগ্নে বই প্রেমীদের মহোৎসবের সূচনা হতে চলেছে সল্টলেক সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে...

ব্লু লাইনে ব্যাহত পরিষেবা, বৃহস্পতির সকালে ভাঙা পথে চলছে মেট্রো 

সাতসকালে মেট্রো বিভ্রাট। রবীন্দ্রসদন থেকে রবীন্দ্র সরোবর স্টেশন (Rabindra Station to Rabindra Sarovar) পর্যন্ত পরিষেবা বন্ধ, দক্ষিণেশ্বর থেকে...

কেমন যাবে আপনার আজকের দিনটি? জানুন…

মেষ: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে মানসিক শান্তি ও দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।...