দিল্লিতে উধাও নারী নিরাপত্তা: কলেজ ছাত্রীর উপর অ্যাসিড হামলা!

Date:

Share post:

রাজধানীতে নারী নিরাপত্তা কতটা তলানিতে তা নিয়ে আগে একাধিকবার প্রশ্ন উঠেছে। আর এবার এক তরুণীর উপর অ্যাসিড হামলার (acid attack) মত ঘটনায় ফের একবার বড়সড় প্রশ্নের মুখে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। ঘটনায় অভিযুক্তকে চিহ্নিত করতে পারলেও ১২ ঘণ্টাতেও গ্রেফতার করতে পারেনি দিল্লি পুলিশ (Delhi Police)।
দিল্লি মুকুন্দপুর এলাকার বাসিন্দা আক্রান্ত তরুণী একটি বেসরকারি কলেজের পড়ুয়া। রবিবার অতিরিক্ত ক্লাসের পর তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁকে ঘিরে ধরে তারই প্রতিবেশী জিতেন্দর ও তার দুই সঙ্গী। সামান্য বচসার পরেই তারা তরুণীর দিকে অ্যাসিড ছুড়ে মারে। মুখে অ্যাসিডের হামলা (acid attack) আটকাতে দুহাত তুলে বাঁচার চেষ্টা করলে পুড়ে যায় তরুণীর হাত ও পেট।
ঘটনার পরই দ্রুত তরুণীকে ভর্তি করা হয় দিল্লির দীপ চাঁদ বন্ধু হাসপাতালে। সেখান থেকেই খবর যায় পুলিশে। তরুণীর পরিবারের দাবি, জিতেন্দর নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে উত্তক্ত করছিল তরুণীকে। বিবাহিত হওয়া সত্ত্বেও বার বার তরুণীকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল। কিন্তু তাতে কোনওমতে রাজি না হওয়ায় রবিবার অশোকবিহারে (Ashoke Vihar) এলাকায় ওই হামলা চালানো হয়।
আহত তরুণী জানিয়েছেন ঘটনার সময় জিতেন্দরের সঙ্গে ছিল তার দুই সঙ্গী ঈশান ও আরমান। ঈশানের হাতে ছিল অ্যাসিডের (acid) বোতল। সে সেই বোতল তুলে দেয় আরমানের হাতে। আরমান অ্যাসিড ছুঁড়ে মারে তরুণীর দিকে। বাঁচার চেষ্টায় দুহাত তুললে দুটি হাতই পুড়ে যায় তরুণীর। তবে তাঁর মুখ অক্ষত রয়েছে। ঘটনার পর স্থানীয় সিসিটিভি ফুটেজ (CCTV footage) দেখে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে দিল্লি পুলিশ। যদিও ১২ ঘণ্টাতেও কাউকে গ্রেফতার করা যায়নি।
spot_img

Related articles

স্টেট ব্যাঙ্কের শাখায় আগুন: দমকলের ৬ ইঞ্জিনের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণ

সাত সকালে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঢাকুরিয়া এলাকায়। স্টেট ব্যাঙ্কের ঢাকুরিয়া (Dhakuria) শাখার দফতরে...

আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন জগদ্ধাত্রী পুজোর, অপেক্ষায় কৃষ্ণনগর ও চন্দননগর

উৎসবের মরশুমের শেষ পর্বে বাংলার মানুষ। জগদ্ধাত্রী পুজোর মধ্যে দিয়েই বাংলার এবছরের বড় উৎসবের সমাপন হবে। বুধবার সেই...

পার্কস্ট্রিট হোটেলে দেহ উদ্ধার: ভিন রাজ্য থেকে দুই মূল অভিযুক্তকে পাকড়াও রাজ্য পুলিশের

হোটেলের ঘর থেকে দেহ উদ্ধারের পাঁচদিনের মধ্যে গ্রেফতার খুনে দুই মূল অভিযুক্ত। ওড়িশা (Odisha) থেকে দুজনকে গ্রেফতার করে...

শক্তি খুইয়ে মন্থা এখন গভীর নিম্নচাপ, ৩ মৃত্যুর পরও জারি প্রবল বৃষ্টি

বঙ্গোপসাগরে তৈরি প্রবল ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর থেকে ল্যান্ডফল শুরু করেছিল। অন্ধ্রের উপকূলবর্তী এলাকায় চালায় তাণ্ডব।...