Saturday, November 1, 2025

প্রতারণা মোদি সরকারের! ১০০ দিনের গ্যারান্টি নেমেছে ৩১ দিনে, কটাক্ষ ডেরেকের

Date:

বাংলায় মনরেগা প্রকল্পের কাজ অবিলম্বে শুরু করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার এই নির্দেশের পর মোদি সরকারের নির্লজ্জ আচরণকে হাতিয়ার করেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন৷ তিনি বলেন, মনরেগা প্রকল্পের ১০০ দিনের গ্যারান্টি কাজ নেমে এসেছে ৩১ দিনে৷ দিনের পর দিন বাংলায় মনরেগা প্রকল্পের কাজ বন্ধ রেখে রাজ্যের খেটে খাওয়া মানুষদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনরেগা প্রকল্পকে অসম্মান করে এই প্রকল্পকে মাটি কোপানোর কাজ বলেছিলেন। ডেরেক বলেন, দিনের পর দিন কাজ করার পরেও মনরেগা শ্রমিকদের মজুরি আটকে রাখা হয়। ৪০ শতাংশ মনরেগা কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সংযোগ নেই৷ বিরোধীশাসিত রাজ্যে মনরেগা চালু রয়েছে। বাংলায় মনরেগা শ্রমিকরা যখন দুরন্ত কাজ করছিলেন, তখন তাঁদের বেতন আটকে রেখে ভাতে মারার চক্রান্ত করেছে মোদি সরকার। বাংলায় ৩৬ কোটি শ্রমদিবস তৈরি করা হয়েছে মনরেগা প্রকল্পে। সারা দেশে বাংলা প্রথম৷ তার পরেও বাংলার ২ কোটি ৫০ লক্ষেরও বেশি লোকের মজুরি আটকে রেখেছে মোদি সরকার৷ দেশের আইন মোতাবেক মোদি সরকারকে বাংলার মনরেগা শ্রমিকদের মজুরি দিতেই হবে, সাফ দাবি ডেরেক ও’ব্রায়েনের। সোমবার দেশের শীর্ষ আদালতে বাংলার মনরেগা প্রকল্প নিয়ে বড় ধাক্কা খেয়েছে মোদি সরকার৷ দেশের শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, অবিলম্বে বাংলায় মনরেগা প্রকল্পের কাজ শুরু করতে হবে৷ একইসঙ্গে এই খাতে বাংলার বকেয়া বিপুল পরিমাণ টাকাও দিতে হবে কেন্দ্রকে৷

উল্লেখ্য, ২০২২ সাল থেকে বাংলাকে মনরেগা খাতে বকেয়া টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার৷ একইসঙ্গে কেন্দ্রীয় সরকার বন্ধ রেখেছে মনরেগা প্রকল্পের কাজও৷ কলকাতা হাইকোর্ট জুন মাসে কেন্দ্রীয় সরকারকে সাফ জানিয়ে দিয়েছিল, ১ আগস্ট থেকেই পশ্চিমবঙ্গে শুরু করতে হবে মনরেগা প্রকল্পের কাজ৷ সেই নির্দেশও মানেনি মোদি সরকার৷ এবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র।

আরও পড়ুন- খুন করে দুর্ঘটনার গল্প! ইউপিএসসি পরীক্ষার্থী যুবক খুনে গ্রেফতার লিভ-ইন সঙ্গিনী ও প্রাক্তন প্রেমিক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২১৫৫ ₹ ১২১৫৫০ ₹ খুচরো পাকা সোনা ১২২১৫...

স্কুলের পরে করুন SIR ডিউটি! কমিশনের হঠকারিতায় বিক্ষোভে BLO-রা

আশঙ্কাকে সত্যি করে তড়িঘড়ি দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা। এই ঘোষণা যে কতটা অপরিকল্পিত তা...

SIR ঘোষণার পরে মৃত্যুমিছিল, পথে নেমে প্রতিবাদে মমতা-অভিষেক

মঙ্গলবারই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্য দুজনের প্রাণহানি হয়েছে। আরও একজন আত্মহত্যার চেষ্টা...

সেমিফাইনাল কলকাতায় খেলতে চায় ইস্টবেঙ্গল, ফেডারেশনের ভাবনা কী?

আইএফএ শিল্ড ফাইনালের ব্যর্থতা ঝেড়ে ফেলে সুপার কাপ(Super Cup) জয় স্বপ্নে বুদ ইস্টবেঙ্গল( East Bengal)। শুক্রবার মোহনবাগানের বিরুদ্ধে...
Exit mobile version