Tuesday, December 16, 2025

প্রতারণা মোদি সরকারের! ১০০ দিনের গ্যারান্টি নেমেছে ৩১ দিনে, কটাক্ষ ডেরেকের

Date:

বাংলায় মনরেগা প্রকল্পের কাজ অবিলম্বে শুরু করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার এই নির্দেশের পর মোদি সরকারের নির্লজ্জ আচরণকে হাতিয়ার করেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন৷ তিনি বলেন, মনরেগা প্রকল্পের ১০০ দিনের গ্যারান্টি কাজ নেমে এসেছে ৩১ দিনে৷ দিনের পর দিন বাংলায় মনরেগা প্রকল্পের কাজ বন্ধ রেখে রাজ্যের খেটে খাওয়া মানুষদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনরেগা প্রকল্পকে অসম্মান করে এই প্রকল্পকে মাটি কোপানোর কাজ বলেছিলেন। ডেরেক বলেন, দিনের পর দিন কাজ করার পরেও মনরেগা শ্রমিকদের মজুরি আটকে রাখা হয়। ৪০ শতাংশ মনরেগা কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সংযোগ নেই৷ বিরোধীশাসিত রাজ্যে মনরেগা চালু রয়েছে। বাংলায় মনরেগা শ্রমিকরা যখন দুরন্ত কাজ করছিলেন, তখন তাঁদের বেতন আটকে রেখে ভাতে মারার চক্রান্ত করেছে মোদি সরকার। বাংলায় ৩৬ কোটি শ্রমদিবস তৈরি করা হয়েছে মনরেগা প্রকল্পে। সারা দেশে বাংলা প্রথম৷ তার পরেও বাংলার ২ কোটি ৫০ লক্ষেরও বেশি লোকের মজুরি আটকে রেখেছে মোদি সরকার৷ দেশের আইন মোতাবেক মোদি সরকারকে বাংলার মনরেগা শ্রমিকদের মজুরি দিতেই হবে, সাফ দাবি ডেরেক ও’ব্রায়েনের। সোমবার দেশের শীর্ষ আদালতে বাংলার মনরেগা প্রকল্প নিয়ে বড় ধাক্কা খেয়েছে মোদি সরকার৷ দেশের শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, অবিলম্বে বাংলায় মনরেগা প্রকল্পের কাজ শুরু করতে হবে৷ একইসঙ্গে এই খাতে বাংলার বকেয়া বিপুল পরিমাণ টাকাও দিতে হবে কেন্দ্রকে৷

উল্লেখ্য, ২০২২ সাল থেকে বাংলাকে মনরেগা খাতে বকেয়া টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার৷ একইসঙ্গে কেন্দ্রীয় সরকার বন্ধ রেখেছে মনরেগা প্রকল্পের কাজও৷ কলকাতা হাইকোর্ট জুন মাসে কেন্দ্রীয় সরকারকে সাফ জানিয়ে দিয়েছিল, ১ আগস্ট থেকেই পশ্চিমবঙ্গে শুরু করতে হবে মনরেগা প্রকল্পের কাজ৷ সেই নির্দেশও মানেনি মোদি সরকার৷ এবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র।

আরও পড়ুন- খুন করে দুর্ঘটনার গল্প! ইউপিএসসি পরীক্ষার্থী যুবক খুনে গ্রেফতার লিভ-ইন সঙ্গিনী ও প্রাক্তন প্রেমিক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মহাত্মা গান্ধীর ছবি হাতে সংসদে সরব বিরোধীরা: মনরেগা প্রকল্পের নাম বদলের প্রতিবাদ

১০০ দিনের প্রকল্পের নাম ও প্রকল্পের একাধিক শর্ত বদল নিয়ে মঙ্গলবার সংসদে বিল পেশ হওয়ার কথা ছিল। নিয়মমতো...

কমিশনের তালিকায় জীবিত কাউন্সিলর হলেন মৃত! প্রতিবাদ করলেন শ্মশানে গিয়ে

বেঁচে আছেন ডানকুনির তৃণমূল কংগ্রেস কাউন্সিলর (Trinamool Congress Councillor)। তবে তিনি মৃত নির্বাচন কমিশনের কাছে। মঙ্গলবার কমিশনের প্রকাশিত...

ভারতে ফিরেই বৃন্দাবনে বিরুষ্কা, দেখা করলেন কার সঙ্গে?

বছরের বেশির ভাগ সময়টা এখন লন্ডনেই থাকেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা(Virat Kohli-Anushka Sharma)। সেখানেই দুই সন্তানকে নিয়ে...

Messi-mess: নিরপেক্ষ তদন্তের স্বার্থে অরূপের পদত্যাগের ইচ্ছেকে সমর্থন মুখ্যমন্ত্রীর, ক্রীড়া দফতর থাকছে মমতার হাতে

নিরপেক্ষতা বজায় রাখতে যুবভারতীতে (VYBK) মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়ামন্ত্রী পদ থেকে অরূপ...
Exit mobile version