Friday, December 12, 2025

পদত্যাগ হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর: নির্বাচনের সম্ভাবনা!

Date:

Share post:

ব্যক্তিগত কারণ দেখিয়ে হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর আবেদন জানালেন সুজয় চক্রবর্তী (Sujay Chakraborty)। শনিবারই তিনি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কাছে নিজের পদত্যাগপত্র (resignation) জমা দেন। তবে তিনদিনের মধ্যে হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর দুই শীর্ষনেতার পদত্যাগে দলীয় পদে রদবদলের সম্ভাবনা যেমন উঁকি দিচ্ছে, তেমনই হাওড়া পুরসভার (Howrah Municipal Corporation) নির্বাচনের প্রস্তুতির ইঙ্গিত বলেও মনে করছে রাজনৈতিক মহল।

২০১৩ সাল থেকে আইনি জটিলতায় বন্ধ হাওড়া পুরসভার নির্বাচন। ওয়ার্ড বিন্যাসে পরিবর্তন ও বালি পুরসভার (Bally Municipality) ভাগ হওয়া নিয়ে জটিলতায় বন্ধ নির্বাচন। সেই পরিস্থিতিতে দলীয় নির্দেশে ২০১৮ সাল থেকে পুরপ্রশাসকমণ্ডলীর (Administration board) চেয়ারম্যানের (chairman) দায়িত্ব সামলাচ্ছেন সুজয় চক্রবর্তী। তবে এর আগেও হাওড়া তৃণমূলের অন্দরের জটিলতায় না থাকার ইচ্ছা প্রকাশ করে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন সুজয়। সেইসময় তাঁর সেই ‘ইচ্ছা’ মানেননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মাত্র দুদিন আগে পুরপ্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান (vice-chairman) সৈকত চৌধুরী পদত্যাগ করেছেন। বর্তমানে তিনি দক্ষিণ হাওড়া ব্লকের সভাপতি হিসেবেই দায়িত্বে রয়েছেন। অর্থাৎ দলীয় পদে পরিবর্তন হয়নি সৈকতের। পুরসভার পদ তিনি দলের নির্দেশ মেনেই ছেড়েছেন বলে জানিয়েছেন। এরই মধ্যে পদত্যাগ চেয়ারম্যান (chairman) সুজয়ের। তিনি জানিয়েছেন, কোনও রাজনৈতিক কারণে নয়, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি ইস্তফাপত্র পাঠিয়েছেন। এর ফলে হাওড়ার কোনও সমস্যা হবে না।

আরও পড়ুন: খেজুরিতে টাকা দিয়ে ধর্ষণ চাপার চেষ্টা বিজেপি নেতার! তীব্র প্রতিবাদ তৃণমূলের 

পাশাপাশি দল তাঁকে যে দায়িত্ব দেবে তা পালন করতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন। ফলে দলের মধ্যে তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন যে ওঠেনি, তেমন ইঙ্গিত দিচ্ছেন রাজনীতিকরা। সেক্ষেত্রে পুরপ্রশাসকমণ্ডলীর দুই শীর্ষ পদাধিকারীর প্রায় একসঙ্গে পদত্যাগে প্রশাসকমণ্ডলীর গঠন নিয়েই প্রশ্ন উঠেছে। সেখান থেকেই হাওড়া পুরসভার নির্বাচনের (Howrah Corporation election) ইঙ্গিত দিচ্ছেন রাজনীতিকরা।

spot_img

Related articles

MGNREGA থেকে PBGRY: নাম বদল মোদি সরকারের, ‘মহাত্মা’ শব্দ বাদের তীব্র বিরোধিতা কুণালের

১০০ দিনের কাজ করিয়ে টাকা দেয়নি। বঞ্চিত বাংলা। সেই টাকা দেওয়ার নাম নেই উল্টে বাংলাকে আপমান করতে MGNREGA...

তিনবারের মোদি জমানায় প্রথমবার জনগণনা: খরচ হবে ১১ হাজার কোটি

প্রথমবার জনগণনা করতে চলেছে নরেন্দ্র মোদি সরকার। এতদিনে সম্মতি মিলিছে মন্ত্রিসভার। তবে তা শুরু হতেই এখনও একবছরের বেশি...

সোনালির স্বাস্থ্যের খোঁজ সুপ্রিম কোর্টের: স্বামীকে ফেরানো নিয়ে রায় নতুন বছরে

বাংলাদেশ থেকে সদ্য দেশে, নিজের বাড়িতে ফেরা সোনালি খাতুনের স্বাস্থ্যের খোঁজ নিল দেশের শীর্ষ আদালত। সেই সঙ্গে তাঁর...

গুজরাটে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, আহত ৫

ফের গুজরাটে (Gujrat) ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু (Bridge Under Construction)। এবার নির্মীয়মাণ সেতু ভেঙে ৫ জনের আহত হওয়ার...