মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল আন্তর্জাতিক জুৎসু খেলোয়াড়(Jiu-Jitsu player)এবং মার্শাল আর্ট কোচ রোহিণী কালামের(Rohini Kalam) দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন রোহিণী।

২০০৭ সালে পেশাদার কেরিয়ার শুরু করেন রোহিণী। ১৯তম এশিয়ান গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। আন্তর্জাতিক জুৎসু প্রতিযোগিতায় একাধিক পদক জিতেছেন। খেলা ছাড়ার পর কোচিংয়ের সঙ্গে যুক্ত হন। আস্থা এলাকার একটি বেসরকারি স্কুলে মার্শাল আর্টের কোচিং করাতেন। কিন্তু চাকরিক্ষেত্রে চাপের মুখে পড়েই আত্মহত্যার পথে বেছে নিয়েছেন রোহিণী, এমনটাই দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা।

যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় রোহণীর পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। তাঁর মা অন্য মেয়ের সঙ্গে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। রোহণীর বোন রোশনি জানিয়েছেন, চাকরিক্ষেত্রে চাপের মধ্যে ছিলেন তাঁর দিদি। কয়েকদিন আগেই বাড়ি আসেন। রবিবার সকালে জলখাবার খাওয়ার পর ফোনে কারও সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। এর পর নিজের ঘরে ঢুকে ভিতর থেকে দরজা লক করে দেন। এর পরই আত্মহত্যা করেন।

রোহিণীর মৃত্যু কারণ প্রসঙ্গে তাঁর বোন উল্লেখ করেছেন, ‘দিদি চাকরি নিয়ে চিন্তায় ছিল। সহকর্মীরা হেনস্থার মুখে পড়তে হচ্ছিল। স্কুলের প্রিন্সিপালও এতে যুক্ত ছিলেন। দিদির ফোনের কথোপকথন থেকে এটা বুঝেছি।’

পাঁচ ভাই-বোনের মধ্যে সবথেকে বড় ছিলেন রোহিণী। তাঁর বাবা অবসরপ্রাপ্ত কর্মচারী। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।

–

–

–

–


