শীতের শুরুতেই কলকাতায় সিনেমার উৎসব। বিগত কয়েক দশক ধরেই নভেম্বরের শুরুতে বিশ্ব সিনেমার ক্যালেন্ডারে জায়গা করে নিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব(KIFF)। আগামী ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে সিনেমার উৎসব।


নন্দনে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলনের মঞ্চে মঙ্গলবার উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, হরনাথ চক্রবর্তী, শান্তনু বসু, কোয়েল মল্লিক, জুন মালিয়া। সব তারকারাই সিনেমার ভাষায় উচ্চারণ করলেন একটাই কথা, “এ উৎসব আমাদের গর্ব।”

৩১তম চলচ্চিত্র উৎসবে ভারত-সহ মোট ৩৯টি দেশ থেকে বাছাই করা ২১৫টি ছবি দেখানো হবে। যার মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি এবং ৩০টি স্বল্প দৈর্ঘ্যের ছবি। ১৮টি ভাষা ও ৩০টি বিদেশি ভাষার ছবি দেখানো হবে। এবার ফোকাস কান্ট্রি পোল্যান্ড। ফলে ৩০টি পোলিশ সিনেমা দেখানো হবে।


আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বারের মতো এই বছরও বিশেষ অনুষ্ঠান করতে দেখা যাবে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে। উদ্বোধনী ছবি হিসাবে দেখানো হবে উত্তম-সুচিত্রা অভিনীত ১৯৬১ সালের ছবি ‘সপ্তপদী’। প্রতি বছরের মতো এবারও সিনে আড্ডা হবে। মুখ্যমন্ত্রী এই বিষয়ের নাম দিয়েছেন গানে গানে সিনেমা।

চলতি বছরে উদ্যাপিত হবে ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সন্তোষ দত্ত, রাজ খোসলা, সলিল চৌধুরী, রিচার্ড বার্টনের শতবর্ষ। বিশেষ সম্মান জানানো হবে শ্যাম বেনেগাল, ডেভিড লিঞ্চ, অরুণ রায়, রাজা মিত্র এবং শশী আনন্দকে। ‘শোলে’ সিনেমার ৫০ বছর উপলক্ষে ‘সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার’ দেবেন রমেশ সিপ্পি।

–

–

–

–


