স্কুলে ছুটি, ট্রেন-উড়ান বন্ধের ঘোষণা: শক্তিশালী ঘূর্ণিঝড় মন-থার আগে প্রস্তুতি তিন রাজ্যে

Date:

Share post:

মঙ্গলবার ভোরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মন-থা। তার জেরে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। মঙ্গলবার রাতে শক্তিশালী ঘূর্ণিঝড় (severe cyclone) হিসাবে স্থলভাগে করবে মন-থা। তার জেরে সোমবার থেকেই তামিলনাড়ু অন্ধপ্রদেশ এবং ওড়িশায় প্রস্তুতি প্রশাসনের।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী অন্ধপ্রদেশের কাকিনাড়া (Kakinada) উপকূলের কাছে ল্যান্ডফল হবে মন-থার (Montha)। ল্যান্ডফলের (landfall) সময় সর্বোচ্চ গতি ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকবে। এর জেরে ইস্ট কোস্ট রেলওয়ের একাধিক ট্রেন বাতিলের (train cancellation) ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে প্রাথমিকভাবে অন্ধপ্রদেশ থেকে চেন্নাইগামী চারটি উড়ান বাতিল (flight cancellation) করার ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানানো হয়েছে। ইন্ডিগো মঙ্গলবার সকাল ৯:৪৫ থেকে দুপুর ১:৪৫ পর্যন্ত ৪টি উড়ান বাতিল করেছে।

ঘূর্ণিঝড়ে কিভাবে প্রভাবিত হবে রাজ্যের মানুষ, সেই আশঙ্কায় শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। তা সত্ত্বেও ওড়িশার (Odisha) একাধিক জেলায় মঙ্গলবার স্কুল বন্ধের ঘোষণা করা হয়েছে। অন্ধপ্রদেশের (Andhra Pradesh) কাকিনাড়া জেলায় ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সমস্ত স্কুল ছুটি দেওয়া হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ গোদাগরী, এলুরু, পূর্ব গোদাবরী, আন্নামায়া এবং কাপাড়া জেলায় ২৭ ও ২৮ তারিখে স্কুল ছুটির ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে তামিলনাড়ুর (Tamilnadu) চেন্নাইতে সমস্ত স্কুল ছুটির ঘোষণা করা হয়েছে মন-থার সতর্কতায়।

আরও পড়ুন: ভূখণ্ড থেকে ৫০০ কিমি দূরে: মঙ্গলবার রাতে ল্যান্ডফলের আগে কোন পথে মন-থা

কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মন-থার জেরে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং বাংলায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনার রয়েছে। তবে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলের পাশাপাশি বিশাখাপত্তনম এবং ওড়িশার গোপালপুর উপকূল সবথেকে বেশি ক্ষতির মুখে পড়বে বলে জানানো হয়েছে। মঙ্গলবার ভোর থেকে শেষ ৬ ঘন্টায় ঘণ্টা প্রতি ১৫ কিলোমিটার গতি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়। বর্তমানে অন্ধপ্রদেশের নেলোর থেকে এই ঘূর্ণিঝড়ের দূরত্ব মাত্র ২৭০ কিলোমিটার।

spot_img

Related articles

জ্ঞানেশের মেয়ে-জামাইয়ের পোস্টিং নিয়ে প্রশ্ন অভিষেকের

রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

নির্ধারিত সময়ে আছড়ে পড়ল মন্থা! বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ, প্রভাব পড়ল দক্ষিণবঙ্গেও

পূর্বাভাস মিলিয়ে দিয়ে মঙ্গলবার সন্ধ্যায়ই স্থলভাগে প্রবেশ করল ঘূর্ণিঝড় মন্থা। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে মছলিপতনম ও কলিঙ্গপতনমের মাঝখানে আছড়ে...

ডেম্পোর বিরুদ্ধে মোহনবাগানের ড্র, জমে গেল ডার্বির গুরুত্ব

একটা সময় ডেম্পো মানেই ছিল ইস্টবেঙ্গল-মোহনবাগানের কাছে শক্ত গাঁট। সেই ডেম্পো দুর্বল হয়েছে, কিন্তু  নামের সুনাম বজায় রেখেছে।...

সারান্ডার জঙ্গলে IED বিস্ফোরণে মৃত নাবালিকা

ছত্তিসগড়, ঝাড়খণ্ড-সহ অন্য রাজ্যে বেশ কিছু ক্ষেত্রে আত্মসমর্পণ করছে মাওবাদী সদস্যরা। কিন্তু তার মাঝেই নিজেদের অস্তিত্ব রক্ষায় পুলিশ...