Saturday, November 1, 2025

বাংলায় SIR হলেও বিজেপিকে পঞ্চাশে নামাব! চ্যালেঞ্জ অভিষেকের

Date:

বাংলায় SIR হলেও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়বে। বিজেপিকে পঞ্চাশে নীচে নামাব! মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে চ্যালেঞ্জ তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।

SIR নিয়ে এদিনের সাংবাদিক বৈঠকে বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন, ”বিজেপি বলছে, এসআইআর হলে তৃণমূল হেরে যাবে। বিজেপির বুকে পাটা থাকলে চ্যালেঞ্জ একসেপ্ট করুক। SIR হওয়ার পরও তৃণমূলের যা ভোটের আসন ছিল একুশে তা একটা হলেও বাড়াব। কমার জায়গায় নেই। বিজেপিকে পঞ্চাশে নামাব। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ নিন। আর এসআইআর হওয়ার পর যদি হারে বিজেপি নেতারা সাংবাদিক বৈঠক করে বলুন, আমরা দুলক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেব। নাহলে আপনারা যা বলবেন তাই করব। অ্যাকসেপ্ট করুন পারবেন? ক্ষমতা আছে?”

বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনকে এক তিরে নিশানা করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “যারা বলছে বাংলায় এসআইআর হলে নাকি তৃণমূলের ভোট ব্যাঙ্ক ধসে যাবে, তাদের চ্যালেঞ্জ করে একথা বলছি। পরিষ্কার করে এটাও বলছি, এসআইআর এর নামে বাংলা থেকে একটা বৈধ ভোটারের নামও যদি বাদ যায় তাহলে দিল্লিতে কমিশনের অফিসে লাখো মানুষের বিক্ষোভ হবে। ২০২৩ সালের অক্টোবরে ট্রেলার দেখিয়েছিলাম, এবার পুরো সিনেমাটা দেখাব।”
আরও খবরউত্তর-পূর্বের একমাত্র বাংলাতেই SIR, পিছনের দরজা দিয়ে NRC-র চক্রান্ত! তীব্র আক্রমণ অভিষেকের

তীব্র আক্রমণ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “এই এনআরসি করছেন অমিত শাহ, আর এসআইআর করার চক্রান্ত করেছেন জ্ঞানেশ কুমার। ছমাস আগে সহকর্মী ছিলেন অমিত শাহের। আপনি নির্বাচন থেকে পালাচ্ছেন, তৃণমূল পালায় না। বাংলায় এখনও দুটো উপনির্বাচন হয়নি। কেন করাচ্ছেন না? বিহারের সঙ্গে করাতেই পারতেন। আসলে করতে পারবেন না। কারণ, জানেন তৃণমূল জিতবে। আপনাদের ভয় মানুষ ভোট দেবে না। ৩০৩ থেকে ২৪০ এ নেমেছেন। আগে তো জল-কল-রাস্তা বন্ধ করতেন এখন ভোটাধিকার কেড়ে নিচ্ছে। এবার ১০০-তে নামবে (লোকসভায়)”।

Related articles

ভাড়া বাড়িতে শাহরুখ, জন্মদিনে মন্নতের বারান্দায় দেখা দেবেন না ‘বাজিগর’!

নভেম্বর মাস পড়া মানেই দ্বিতীয় দিনের অপেক্ষায় শাহরুখ (Shahrukh Khan) অনুরাগীরা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউড অভিনেতার জন্মদিন যেন কিং...

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...
Exit mobile version