আগামী বিশ্বকাপে খেলবেন লিও মেসি(Leo Messi)? ২০২২ সালের বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসির অবসর নিয়ে জল্পনা চলছে। সময় যত এগিয়েছে ততই জল্পনার মাত্রা বৃদ্ধি পেয়েছে। আগামী বিশ্বকাপের(FIFA World Cup) ঢাকে কাঠি পড়ে গিয়েছে, নিজের খেলা নিয়ে বড় আপডেট দিলেন মেসি স্বয়ং।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মেসি বলেন, “আমি বিশ্বকাপে খেলতে পারলে খুব খুশি হব। আমি খেলতে চাই, আমার জাতীয় দলের জন্য অবদান রাখতে চাই।” জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার জন্য পুরোপুরি ফিট কিনা সেটা যাচাই করে দেখেত চান এলএমটেন।

নিজের খেলার বিষয়ে মেসি আরও জানিয়েছেন, “আপাতত প্রত্যেক দিনের দিকে নজর দিতে চাই। বিশ্বকাপ খেলার আগে আগামী বছর ইন্টাক মায়ামির হয়ে প্রাক মরশুম প্রস্তুতিতে নামব। যদি নিজের ১০০ শতাংশ দিতে পারি, যদি জাতীয় দলে খেলার যোগ্য মনে করি নিজেকে, তাহলে সিদ্ধান্ত নেব।আশা করছি ২০২৬ সালের ভালোভাবে প্রস্তুতি নিতে পারবষ আগে এই মরশুমটা ভালোভাবে শেষ করব, তারপর ভাবব।”

আগামী বছর উত্তর আমেরিকায় বসছে বিশ্বকাপের আসর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করবে ২০২৬ সালের আসর। তবে মেসি কথাতেই স্পষ্ট তাঁর খেলার সবটাই নির্ভর করছে ফিটনেস ও পুনরুদ্ধারের উপর।

এই মুহূর্তে মেসির চোখ অবশ্য ইন্টার মায়ামির হয়ে এমএলএস কাপ জেতায়। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ন্যাশভিলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৩–১ গোলে জিতেছে মায়ামি। আগামী ২ নভেম্বর ভোরে প্লে–অফের দ্বিতীয় ম্যাচটি জিতলে নিশ্চিত হবে মায়ামির সেমিফাইনালে খেলা।

–

–

–

–
–


