Thursday, December 11, 2025

সুস্থ হলেও উদ্বেগ কাটছে না শ্রেয়সকে নিয়ে, অনিশ্চিত টি২০ বিশ্বকাপেও?

Date:

Share post:

শ্রেয়স আইয়ার ক্রমশ সুস্থ হচ্ছেন। তাঁকে নিয়ে উদ্বেগের অবসানও হয়েছে।  কিন্তু চোট থেকে মুক্ত হলেও শ্রেয়সের মাঠে ফেরা সময় সাপেক্ষ হতে পারে। আগামী দক্ষিণ আফ্রিকা সিরিজ এমনকি আসন্ন টি২০ বিশ্বকাপে শ্রেয়সের খেলা নিয়ে  অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আগামী সাত দিনের মধ্যেই হয়ত হাসপাতাল থেকে ছাড়া পাবেন শ্রেয়স। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও খুবই সতর্ক থাকতে হবে তারকা ক্রিকেটারকে। কারণ শ্রেয়সের পাঁজরের আাত বেশ গুরুতর।  প্লীহায় আঘাত লাগলে তা সারতে অন্তত ৬ থেকে ১২ সপ্তাহ সময় লাগবে। এই সময়টা পুরোপুরি বিশ্রামে থাকতে হবে শ্রেয়সকে।

হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরও সাবধানে থাকতে হবে শ্রেয়সকে। দেহে আঘাত লাগতে পারে এমন কোনও কাজ করা যাবে না। ভারী বা শ্রমসাধ্য কাজ থেকেও দূরে থাকতে হবে। সামান্যতম আঘাত লাগলেও ফের প্লীহা থেকে রক্তক্ষরণ হতে পারে।

সিডনিতে ক্যাচ ধরতে গিয়ে শ্রেয়স যখন চোট পেয়েছিলেন, তখন সূর্যেরা প্রথমে ধরতে পারেননি যে, তা এত গুরুতর হতে পারে। শ্রেয়সকে সাজঘরে নিয়ে যাওয়ার পর বোঝা যায়, চোট গুরুতর।

শ্রেয়স আইয়ারকে নিয়ে ভারতের টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব  বলেন, “আমার কথা হয়েছে ওর সঙ্গে। ওর চোটের কথা জানতে পেরেই ফোন করেছিলাম। কিন্তু পরে বুঝলাম ওর ফোন তো সঙ্গে থাকবে না। তাই ফিজিয়ো কমলেশ জৈনকে ফোন করি। উনি বলেন, শ্রেয়স স্থিতিশীল রয়েছে। গত দুই দিন ধরেই আমাদের সঙ্গে মেসেজের উত্তর দিচ্ছেন শ্রেয়স, আশা করছি সে ভালোই আছে।”

 

spot_img

Related articles

পরিস্থিতির দোহাই: তাজপুর বন্দর থেকে সরে যাওয়া নিয়ে সৌগতকে বার্তা আদানির

শর্ত পূরণ না করায় রাজ্য সরকার তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরির প্রকল্প থেকে বাদ দিয়েছিল আদানি গোষ্ঠীকে। কিন্তু...

চিংড়িঘাটায় মেট্রো সম্প্রসারণে জট! সব পক্ষকে ফের বৈঠকে বসার নির্দেশ হাই কোর্টের

চিংড়িঘাটায় মেট্রো সম্প্রসারণের দীর্ঘস্থায়ী জট কাটাতে ফের বৈঠকে বসতে হবে রাজ্য, মেট্রোরেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব দফতরকে—এমনই নির্দেশ...

এক চোখে দুর্যোধন, অন্য চোখে দুঃশাসন! কৃষ্ণনগরের সভা থেকে শাহকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

নদিয়ার কৃষ্ণনগরে জনসভা থেকে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, বিজেপি...

১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন: আওয়ামি লীগকে ছাড়াই পড়শি দেশে ভোট!

নির্বাচন ঘোষণা করে দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। চলতি ডিসেম্বরেই দামামা বেজে গেল সেই নির্বাচনের। ২০২২ সালে এরকমই একটি...