সুস্থ হলেও উদ্বেগ কাটছে না শ্রেয়সকে নিয়ে, অনিশ্চিত টি২০ বিশ্বকাপেও?

Date:

Share post:

শ্রেয়স আইয়ার ক্রমশ সুস্থ হচ্ছেন। তাঁকে নিয়ে উদ্বেগের অবসানও হয়েছে।  কিন্তু চোট থেকে মুক্ত হলেও শ্রেয়সের মাঠে ফেরা সময় সাপেক্ষ হতে পারে। আগামী দক্ষিণ আফ্রিকা সিরিজ এমনকি আসন্ন টি২০ বিশ্বকাপে শ্রেয়সের খেলা নিয়ে  অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আগামী সাত দিনের মধ্যেই হয়ত হাসপাতাল থেকে ছাড়া পাবেন শ্রেয়স। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও খুবই সতর্ক থাকতে হবে তারকা ক্রিকেটারকে। কারণ শ্রেয়সের পাঁজরের আাত বেশ গুরুতর।  প্লীহায় আঘাত লাগলে তা সারতে অন্তত ৬ থেকে ১২ সপ্তাহ সময় লাগবে। এই সময়টা পুরোপুরি বিশ্রামে থাকতে হবে শ্রেয়সকে।

হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরও সাবধানে থাকতে হবে শ্রেয়সকে। দেহে আঘাত লাগতে পারে এমন কোনও কাজ করা যাবে না। ভারী বা শ্রমসাধ্য কাজ থেকেও দূরে থাকতে হবে। সামান্যতম আঘাত লাগলেও ফের প্লীহা থেকে রক্তক্ষরণ হতে পারে।

সিডনিতে ক্যাচ ধরতে গিয়ে শ্রেয়স যখন চোট পেয়েছিলেন, তখন সূর্যেরা প্রথমে ধরতে পারেননি যে, তা এত গুরুতর হতে পারে। শ্রেয়সকে সাজঘরে নিয়ে যাওয়ার পর বোঝা যায়, চোট গুরুতর।

শ্রেয়স আইয়ারকে নিয়ে ভারতের টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব  বলেন, “আমার কথা হয়েছে ওর সঙ্গে। ওর চোটের কথা জানতে পেরেই ফোন করেছিলাম। কিন্তু পরে বুঝলাম ওর ফোন তো সঙ্গে থাকবে না। তাই ফিজিয়ো কমলেশ জৈনকে ফোন করি। উনি বলেন, শ্রেয়স স্থিতিশীল রয়েছে। গত দুই দিন ধরেই আমাদের সঙ্গে মেসেজের উত্তর দিচ্ছেন শ্রেয়স, আশা করছি সে ভালোই আছে।”

 

spot_img

Related articles

গুজরাটের হাসপাতালে নিরাপদ নয় রোগীরাই! শিশুর আত্মীয়কে চড় চিকিৎসকের

স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা নিয়ে বাংলায় দিনের পর দিন গলা ফাটায় বিজেপির নেতারা। বাংলার একশ্রেণির চিকিৎসকরা প্রায় প্রতিদিন নিরাপত্তার দাবি...

কলকাতা চলচ্চিত্র উৎসবের ঢাকে কাঠি, উদ্বোধনে মমতা, থাকছে একাধিক চমক

শীতের শুরুতেই কলকাতায় সিনেমার উৎসব। বিগত কয়েক দশক ধরেই নভেম্বরের শুরুতে  বিশ্ব সিনেমার ক্যালেন্ডারে জায়গা করে নিয়েছে কলকাতা...

পুষ্কর কাঁপাচ্ছে ‘শাহবাজ’-‘আনমোল’-‘বাদল’রা, দর উঠছে বহু কোটি

রাজস্থানের (Rajasthan) ঐতিহ্যবাহী পুষ্কর পশুমেলা এবারের আয়োজনেও নজর কাড়ছে দেশ-বিদেশের পর্যটকদের। মেলার প্রধান আকর্ষণ হলো বহুমূল্য পশু। এদের...

শামি ঝড়ে উড়ে গেল গুজরাট, বোলারদের দাপটে সরাসরি জয় বাংলার

শেষ দিনে বাজিমাত। ইডেনে রঞ্জি ট্রফির(Ranji trophy) ম্যাচে বাংলার কাছে কুপোকাত  গুজরাট। মহম্মদ শামি- শাহবাজ আহমেদের দুরন্ত বোলিংয়ে...