দিওয়ালি শেষ কিন্তু সোশ্যাল মিডিয়াই বলুন বা সেলিব্রিটি মহলে উৎসবের রেশ কিন্তু একেবারেই কাটেনি। সুখস্মৃতি রোমন্থন পর্ব চলছেই। কিন্তু হঠাৎ এর মাঝেই উঠে এল দীপাবলির বোনাস প্রসঙ্গ। কিন্তু কেন? বোনাস দেওয়া নিয়ে হঠাৎ কটাক্ষের সম্মুখীন হতে হল অমিতাভ বচ্চনকে। কিছুদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয় আর সেখানেই জানা যায়, এই বছরে দিওয়ালি উপলক্ষে জলসার পরিচারকদের ১০ হাজার টাকা বোনাসের সঙ্গে একবাক্স মিষ্টি উপহার দিয়েছেন শাহেনশাহ। এই নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়। অনেকেই বিগ বি’কে ‘কিপটে’ বলে দাগিয়ে দিলেন।

ইনস্টাগ্রামে একটি ভিডিওতে দেখা গেল, অমিতাভের জুহুর ‘জলসা’ বাংলোর বাইরে নিরাপত্তাকর্মীরা মিষ্টির বাক্স নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। একজন ব্লগার জানতে চাইলেন ‘আর কী দিলেন বচ্চনরা?’ খুশি হয়েই যদিও সেই কর্মী জানান, সব কর্মীকে এক বাক্স মিষ্টির সঙ্গে ১০ হাজার টাকা করে দিয়েছেন। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনা শুরু হয়েছে অমিতাভ বচ্চনের। অনেকেই প্রশ্ন তুলেছেন বলিউডের সবথেকে বড় তারকা অমিতাভ বচ্চন এক বাক্স মিষ্টি আর ১০ হাজার টাকাতেই দিওয়ালি বোনাসের দায় সারলেন কেন? এও বলা হয়েছে দিনরাত এক করে যারা বাড়ির সকলের সেবা করে। আর কটা টাকা বেশি দিলে কী হত? অনেকেই আবার মুম্বইয়ের মতো শহরে মাত্র দশ হাজার টাকা বোনাস যথেষ্ট নয় বলেই মন্তব্য করেছেন। ‘এত বড় মাপের সেলেব হয়েও উনি কী কিপটে!’ এই জাতীয় কটুক্তিতে ভরে গিয়েছে সেই ভিডিয়োর কমেন্ট বক্স।

যদিও অনেক ভক্ত মেগাস্টারকে সমর্থন করেছেন এবং লিখেছেন একজন মানুষের উদারতা শুধুমাত্র অর্থের মাধ্যমে মাপা উচিত নয়। চিন্তাভাবনাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিগ বি এখনও তার কর্মীদের সাথে যেকোন অনুষ্ঠান পরিবারের মতো উদযাপন করেন – সেটা টাকার চেয়েও বেশি। সবমিলিয়ে অমিতাভ বচ্চনের এই দীপাবলি উপহার ইন্টারনেটে আলোচনার বিষয় হয়ে উঠেছে যেখানে কেউ কেউ এর প্রশংসা করেছেন, আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন- এনআরসি-এসআইআরের আতঙ্কে আত্মহত্যা খড়দহের প্রদীপ করের, কেন্দ্রকে দায়ী করলেন ব্রাত্য

_

_

_

_

_
_
_


